ফ্রান্সের প্যারিসে অবস্থানরত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে।
চিকিৎসাজনিত কারণে তার দেশে ফিরতে দেরি হচ্ছে। তবে বুধবারই (৭ আগস্ট ) তিনি ঢাকায় পৌঁছাতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র।
ঢাকায় ফিরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি পরে দায়িত্ব নেবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে ৫ আগস্ট সোমবার দুপুরের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকাসহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।