বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামে নগরের চার নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার পর এসব ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর বিএনপির বিলুপ্ত কমিটির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ হামলার জন্য দায়ী।
ইদ্রিস বলেন, ‘আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসায়, চট্টেশ্বরী রোডে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছিরের বাসায়, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের হিলভিউ আবাসিকের বাসায় এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক এরশাদ উল্লাহর চমেক হাসপাতালের পূর্ব গেটের বাসায় একযোগে হামলা ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’
হামলায় ডা. শাহাদাত হোসেনের বাসার নিচে পার্কিংয়ে থাকা ১৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।