বাংলাদেশে বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টিকটক ও ইউটিউব আজ বুধবার বিকেলের মধ্যে চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার বুধবার (৩১ জুলাই) বিটিআরসিতে ফেসবুক, ইউটিউব ও টিকটকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠকের পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সিদ্ধান্ত জানান।
মেটার তিনটি প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং টিকটক ও ইউটিউব কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
গত ২৮ জুলাই সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময়ের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একইসঙ্গে ৩১ জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল।