চট্টগ্রাম কর্ণফুলীতে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় হাক্কানী করপোরেশন লিমিটেড নামক প্রতিষ্ঠানকে আবারও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এর গত দুই দফায় ১ লাখ ও ২ লাখ করে একই প্রতিষ্ঠানকে তিন লাখ লাখ টাকা জরিমানা গুনতে হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরপাথরঘাটা এলাকার মইজ্জ্যারটেক মোড়স্থ হাক্কানী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
জানা গেছে, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিলেন প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাদ্য। যা মাছ ও প্রাণিকে খাওয়ানো হলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।
নবাগত ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ মাছ ও মুরগির খাদ্য তৈরি করা হচ্ছে। যা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে হাক্কানি করপোরেশন লিমিটেডে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।