বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

টাইব্রেকারে জিতে ইতিহাস গড়ে কোপার সেমিতে কানাডা

ক্রীড়া ডেস্ক

শক্তিমত্তায় দুই দলই ছিল প্রায় সমানে সমান। তবে গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জেতা লাতিন আমেরিকান দল ভেনেজুয়েলাকেই হয়তো অনেকে এগিয়ে রেখেছিলেন। সেসব হিসেব-নিকেশ বদলে দিয়ে দেখা গেল সম-দাপটের এক ম্যাচ। প্রথমবার কোপা আমেরিকা খেলতে নামা কানাডা ভেনেজুয়েলাকে সমান তালে চ্যালেঞ্জ জানিয়েছে। যদিও নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। পরে রোমাঞ্চ ছড়ানো টাইব্রেকারে জিতে প্রথমবার সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে কানাডা।

নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো কোপার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে ছিল ভেনেজুয়েলা। সেই সুযোগ তারা হারিয়েছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে হেরে। অন্যদিকে, প্রথমবার কোপার অভিষেকেই মাজিমাত করল কানাডা। উত্তর আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার তারা কোপায় খেলতে নামে। মহাদেশটির তৃতীয় কোনো দল হিসেবে এবার সেমিতেও উঠেছে কানাডা। এর আগে মেক্সিকো ও হন্ডুরাস উত্তর আমেরিকা থেকে কোপার সেমিফাইনাল খেলেছে।

এর আগে কেবল একবার কোপায় টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছিল ভেনেজুয়েলার ম্যাচ। কিন্তু তাদের অভিজ্ঞতা ছিল তিক্ত, ২০১১ আসরে তারা ৫-৩ ব্যবধানে হারে প্যারাগুয়ের কাছে। অবশ্য পেনাল্টি শ্যুট আউটে কানাডারও রেকর্ড ভালো নয়। তিনবার গোল্ড কাপের টাইব্রেক খেলে, দুটিতেই হেরেছিল উত্তর আমেরিকান দেশটি। তবে বায়ার্ন মিউনিখের কানাডিয়ান অধিনায়ক আলফনসো ডেভিসের দল সেই মুহূর্ত এবার আর ফিরিয়ে আনেনি।

কানাডা-ভেনেজুয়েলা ম্যাচে টাইব্রেকারে প্রথম পাঁচ শটেও উভয় দল সমান ৩টি করে গোলের দেখা পায়। পরে কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপো ভেনেজুয়েলার উইলকার অ্যানহেলের নেওয়া ষষ্ঠ শটটি ঠেকিয়ে দেন। পরবর্তীতে পেনাল্টি শটে কানাডার উইনিং গোলটি করেন ইসমায়েল কোনে।

এর আগে ম্যাচের প্রথম লিডও নিয়েছিল কানাডা। ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটেই তারা জ্যাকব শাফলবার্গের গোলে এগিয়ে যায়। জনাথন ডেভিডের ক্রস পেয়ে ডানপায়ে শট নেন শাফলবার্গ, এরপরই লিড নেওয়ার উচ্ছ্বাস কানাডার। সেই লিড তারা ধরে রেখেছিল পুরো প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও দুই দল সমান তালে লড়ছিল। এরই মাঝে ৬৪ মিনিটে সমতা ফেরানো গোল করে বসে লাতিন আমেরিকার দেশটি। স্যালোমন রোন্ডন ৪০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন শটে ভেনেজুয়েলাকে ম্যাচে ফেরান। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

র‌্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি, বল দখলেও ছিল ঊনিশ-বিশ। কানাডা-ভেনেজুয়েলা সমান ১৬টি করে শট নেয়। তবে গোললক্ষ্যে শট নেওয়ায় এগিয়ে ছিল কানাডাই, তাদের ৭টির বিপরীতে ভেনেজুয়েলা লক্ষ্যে শট রাখতে পারে কেবল ৩টি। দিনশেষে শেষ হাসিও জুটল কানাডার মুখে!

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও কৃষি খাত নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি খাতের অগ্রগতি ও...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং রোমান ক্যাথলিক গির্জার...

অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের...

চলচ্চিত্র শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ...

কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস কাশ্মীরে পর্যটকদের ওপর...

কাজ করার সময় রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের (২৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু...

আরও পড়ুন

বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের সুবিধা আনছে কাতার

কাতার ফাউন্ডেশন বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর লক্ষ্য হলো তাঁদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান।গতকাল (মঙ্গলবার)...

চট্টগ্রাম জেলা ফুটবল দলের জার্সি উন্মোচন ও খেলোয়ারদের বিভিন্ন উপকরণ বিতরণ

আসন্ন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণ উপলক্ষে চট্টগ্রাম জেলা ফুটবল দলের জার্সি উন্মোচন এবং খেলার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ হস্তান্তর...

মিরসরাইয়ে নববর্ষে বলী খেলায় মানুষের ভিড়

গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে ধারণে নববর্ষ উপলক্ষে মিরসরাইয়ে বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট গ্রামবাসীর উদ্যোগে বেড়িবাঁধ এলাকায়...

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিসিবিতে দুদকের হানা

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ মিরপুরে বিসিবির...