চকরিয়ায় ছিনতাইকারী চক্রের দলনেতা মিনহাজুর রহমান নয়ন সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের চৌকস টিম।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৬ জুন) রাত ৮ টার দিকে চকরিয়া পৌরশহরের আল ফরিদ আবাসিক হোটেলের রুম থেকে তাদের আটক করা হয়।
ছিনতাইকারী বাকি সদস্যরা হলেন, কামরুল ইসলাম ছোটন (১৯) মাহমুদুল করিম (২৮) তায়েবুল ইসলাম( ২২) ও আরফাতুল ইসলাম(২২)।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানায়,এসব ছিনতাইকারীরা নিরীহ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ও মোবাইলসহ ইত্যাদি ছিনতাই করে প্রতিনিয়ত।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হবে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। চকরিয়া থানা পুলিশের পক্ষথেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।