বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশন চট্টগ্রাম’র উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মঙ্গলবার দুপুর ১২ টায় কোর্টহিলস্থ আইনজীবী ভবনে বেগম রোকেয়া পদক প্রাপ্ত, লেখিকা ও চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের একক অর্থায়নে এ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ এড. লুৎফুর রহমান বকুল, এড. শিখা চক্রবর্ত্তী, হুমায়ুন কবির মাসুদ, এড. কাজী এখতেয়ার রোমান প্রমুখ।
অ্যাডভোকেট কামরুন নাহার বেগম বলেন, সমাজের ধনী ও বিত্তবান ব্যক্তিদের এধরণের মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এবং ভবিষ্যতে যেকোন সংকটময় মুহুর্তে বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশন চট্টগ্রাম এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।