গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Tuesday, 14 May 2024

শ্রদ্ধায় স্মরণে আঞ্চলিক গানের মুকুটহীন সম্রাজ্ঞী শেফালী ঘোষ

সবুজ অরণ্য

শেফালী ঘোষ। শুধু একজন শিল্পী নয়, একটি পাঠশালা। সময়ের প্রতিনিধিত্বকারী কন্ঠস্বর। সারা বিশ্বে বাঙালীর অন্তরে জাগরূক আবেগের সুতিকাগার। আনন্দ, অনুভূতি, ভালোলাগা আর ভালোবাসার নাম। তাঁর গান শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। নতুন করে মানুষকে বাঁচতে শিখিয়েছে। সর্বোপরি প্রচ্ছন্ন সময়ে বিশ্বের সর্ববৃহৎ গ্রাম এই “চট্টগ্রাম’র” প্রতিধ্বনি তুলেছে সারা পৃথিবী জুড়ে। 

তাঁর কন্ঠে গাওয়া ” যদি সুন্দর একখান মুখ পাইতাম, সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা, নাতিন বরই খা, সূর্য উডেল্লে অ-ভাই লালমারি, ও মানুরে সুন্দর মানু, ও পরানর তালত ভাই, কি জ্বালা দি গেলা মোরে, কইলজার ভিতর বাঁন্ধি রাইখখুম তোঁয়ারে” সহ অসংখ্য গান এখনো মানুষের মুখে মুখে ফিরে।

শুধুমাত্র একটা অঞ্চলের ভাষায় রচিত গান দিয়ে-যে বিশ্ববাসীর কাছে নিজের দেশ, মাটি ও মানুষের পরিচয় উন্মোচন করা যায় সে স্পর্ধা দেখাতে পেরেছেন একমাত্র শেফালী ঘোষ। তাঁর গান কেবল চট্টগ্রামবাসীকে নয়, দেশের আপামর জনগণ এবং বিশ্ববাসীকেও আনন্দ জোয়ারে ভাষাতে সক্ষম, এ সত্যটি প্রমাণে সাহস দেখিয়েছিলেন তিনি।

শহরতলী বোয়ালখালীর ঐতিয্যবাহী কানুনগোপাড়ার রূপ, রস, গন্ধ গায়ে মেখে বেড়ে উঠা সেদিনের গ্রাম্য কিশোরী শেফালী আন্তর্জাতিক পরিমন্ডলে খ্যাতি ছড়িয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন স্বীয় প্রতিভা আর সীমাহীন সাধনায়। তিনি শুধু নিজের খ্যাতি অর্জন করে খান্ত হননি, চট্টগ্রামের আঞ্চলিক গানকে তুলে ধরেছেন আন্তর্জাতিক পর্যায়ে।

১১ জানুয়ারি ১৯৪১। চট্টগ্রাম জেলায় শিক্ষা-সংস্কৃতির আতুর ঘর খ্যাত শহরতলী বোয়ালখালী উপজেলার শান্ত শীতল ছায়াঘেরা কানুনগোপাড়ার সম্ভ্রান্ত ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেন।

পিতা কৃষ্ণ গোপাল ঘোষ আর মাতা আশালতা ঘোষ’র দশ সন্তানের মধ্যে আদুরে দ্বিতীয় কন্যা তিনি। প্রাথমিকের গন্ডি ভর্তি হন স্থানীয় মুক্তাকেশী বালিকা উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিকে পা রেখেই পিতার অনুপ্রেরণায় শুরু হয় সংগীত অধ্যায়ন। শৈশবে সংগীতে হাতে খড়ি হয় ওস্তাদ তেজেন সেনের কাছে।

এরপর যত সময় গড়াতে থাকে, বাড়ে পরিধি। একে একে সংগীতে তালিম নিতে থাকে ওস্তাদ নীরোদ বরণ বড়ুয়া, সঙ্গীতাচার্য জগদানন্দ বড়ুয়া, আবদুল গফুর হালী, মিহির লালা, গোপাল কৃষ্ণ চৌধুরী, হেনরি গিলবার্ট, সৈয়দ আনোয়ার মুফতি, আনোয়ার পারভেজ, এম, এন আখতার, সৈয়দ মহীউদ্দিন, এম,এ কাশেম প্রমুখের কাছে। তবে শিল্পী হিসেবে প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভুমিকা রাখেন সঙ্গীতজ্ঞ স্বামী ননী গোপাল দত্ত।

১৯৬৩-৬৪ সালে বেতারে তালিকাভুক্ত হন। ১৯৭০-এ টিভিতে প্রথম আঞ্চলিক গান পরিবেশন করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে টেলিভিশনের সম্প্রচার উদ্বোধনীতে তিনি ‘ওরে সাম্পানওয়ালা’ গানটি গেয়ে ভূয়সী প্রশংসা কুড়ান।

ক্ষণচারী এই শিল্পী আঞ্চলিক গানের শিল্পী হিসেবে পরিচিত পেলেও তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক। মুক্তিযুদ্ধ চলাকালীন বেতারে গান গেয়ে যুদ্ধের জন্য সাহায্য সংগ্রহ ও সমর্থন অর্জন করতে সক্ষম হন এই কিংবদন্তী। জনশ্রুতি আছে, চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে শুরু থেকেই একশ্রেণির মানুষের নাক ছিটকানো স্বভাব ছিল। শিক্ষিত সমাজের একটি অংশও আঞ্চলিক গানকে তাদের গান মনে করতেন না, তারা ভাবতেন এসব ‘হাইল্যা-জাইল্যা’দের গান। আবার কিছু শিল্পীর আঞ্চলিক গানে অশ্নীলতার থাকায় অনেকে এই গান পছন্দ করতেন না। এত সব বৈরিতা জয় করেই কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক গান গণমানুষের মন-জয় করেছে। চট্টগ্রামের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে। আর এর পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব অবশ্যই শেফালী ঘোষের। বোয়ালখালীর কানুনগোপাড়ার গ্রাম্য কিশোরী শেফালী গানের ফুল হয়ে ফুটেছিলেন নিজের প্রতিভায়, সীমাহীন পরিশ্রমের মাধ্যমে। তিনি বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন যা উপমহাদেশের সংগীতকে সমৃদ্ধ করেছে।প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে তিনি প্রায় সহস্রাধিক গান গেয়েছেন।

শিল্পী জীবনে শেফালী ঘোষ ভজন-কীর্তন, মাইজভান্ডারী গান গেয়ে সুখ্যাতি অর্জন করলেও চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়েই জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন। আরেক গুণিশিল্পী শ্যামসুন্দর বৈঞ্চবের সাথে জুটি বেঁধে তিনি অসংখ্য আঞ্চলিক গান গেয়েছেন দেশ-বিদেশে এবং আঞ্চলিক গানে রাজারাণী হিসেবে আকাশচুম্বী খ্যাতি অর্জন করেছেন।

১৯৭৮ সালে লন্ডনের প্রখ্যাত মিলফা লিমিটেড তাঁর গানের ১০টি অডিও ক্যাসেট ও লংপ্লে বের করে। ২০-২৫টি গ্রামোফোন ডিক্স আছে তাঁর। প্রায় দু’হাজার গানের কন্ঠ দিয়েছেন তিনি। অসংখ্য অডিও-ভিসিডি ক্যাসেট বাজারে রয়েছে তাঁর। মঞ্চের পাশাপাশি তিনি প্রায় ২১টি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। তৎমধ্যে বসুন্ধরা, মনিহার, সাম্পানওয়ালা, মালকাবানু, মাটির মানুষ, স্বামী, মনের মানুষ, বর্গী এলো দেশে প্রভৃতি উল্লেখযোগ্য।

মরণোত্তর রাষ্ট্রীয় ‘একুশে পদক’সহ জীবদ্দশায় বহু সংগঠন/ প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা- সংবর্ধনা পান শিল্পী শেফালী ঘোষ। প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ওমান, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিয়ানমার, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে গেয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেন। মঞ্চের বাইরে সংগঠক হিসেবেও ছিলেন দারুণ জনপ্রিয় আর দক্ষ। মৃত্যুর আগেরদিন পর্যন্ত নিজের হাতে গড়া চট্টগ্রাম শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শেফালী ঘোষের গাওয়া গান নিয়ে দুই শতাধিকের বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে এম এন আখতার রচিত এবং সুরারোপিত “যদি সুন্দর একখান মুখ পাইতাম”, আহমেদুল হক সিদ্দিকী রচিত ও সুরে “ও রে সাম্পানওয়ালা”, মলয় ঘোষ দস্তিদার রচিত ও সুরে “ছোট ছোট ঢেউ তুলি” প্রভৃতি।

এই কিংবদন্তী শিল্পী ২০০৬ সালের আজকের এইদিনে

অগুনিত ভক্ত-শ্রোতাকে চোখের জলে ভাসিয়ে মৃত্যুর কোলে ঢলে পরেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গর্বিত শিল্পী, আঞ্চলিক গানের মুকুটহীন সম্রাজ্ঞী কে গার্ড অব অনার প্রদান করে তাঁর জন্মভূম কানুনগোপাড়ার পৈত্রিক ভিটায় সমাহিত করা হয়।

মৃত্যুকে আলিঙ্গন করে নশ্বর দেহ নিয়ে চলে গেছেন তিনি, কিন্তু তাঁর রেখে যাওয়া অসংখ্য গান প্রজন্ম থেকে প্রজন্মে সমমর্যাদায় সমাদৃত হবে অনন্তকাল। তাঁর রেখে যাওয়া গানের মাঝেই আমরা তাঁকে খুঁজে পাই নিত্যদিন।

তাঁকে হারিয়ে চট্টগ্রামবাসীর কেটে গেল ১৭টি বছর। আজ তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ এই সময়েও হয়নি তাঁর কোন স্মৃতিস্তবক। রাষ্ট্রিয়ভাবে উদ্যোগ নেয়া হয়নি তার সৃষ্টি সংরক্ষণের। কিংবদন্তি এই শিল্পী মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

তথ্যসুত্র :- উইকিপেডিয়া। পারিবারিক সদস্যদের সাথে কথোপকথন ও অন্যান্য।

সর্বশেষ

চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯৮ হজ যাত্রী...

জাহান মনিতে করে চট্টগ্রামে ফিরবে এমভি আবদুল্লাহর নাবিকরা

সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক কক্সবাজারের...

চবিতে বহিরাগতদের মোটরসাইকেল প্রবেশে নিষিধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিরাগত মোটরসাইকেল আরোহীদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ...

ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী ইরানের মতবিনিময় সভা

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বখতেয়ার সাঈদ...

আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান – মেয়রকে শোকজ

ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য...

প্রতীক পেয়েই প্রচারণা: আচরণ বিধি লঙ্ঘনে ২ চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

তৃতীয় ধাপে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক নিয়ে প্রচারণার...

আরও পড়ুন

কবিগুরুর জন্মদিন আজ

বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক তিনি। সংকটে প্রতিরোধ ও অভিযাত্রার প্রেরণাও তিনি। বরেণ্য এই...

কাপ্তাইয়ের জনপ্রিয় আঞ্চলিক গানের জুটি বসু- লিপি

চট্টগ্রামের আঞ্চলিক গান মানে শ্যাম সুন্দর বৈষ্ণব এবং শেফালি ঘোষের কথা মনে পড়ে যায়। ষাট দশক হতে নব্বই দশক পর্যন্ত এই জুটির গান চট্টগ্রামের...

ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ওমর কায়সার ও গল্পকার তহুরীন সবুর ডালিয়া

‘ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার ২০২৪’ পাচ্ছেন কবি ওমর কায়সার ও গল্পকার তহুরীন সবুর ডালিয়া। কবিতা ও কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান...

রাঙ্গামাটিতে বিজুফুল বইয়ের মোড়ক উন্মোচিত

রাঙ্গামাটিতে পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষ্যে উন্মোচিত হলো সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশনা বিজুফুল বই এর ৭ম সংখ্যার মোড়ক । মঙ্গলবার (২ এপ্রিল) সকালে...