গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Monday, 20 May 2024

জাতীয় নির্বাচনে বিদেশে থেকেই ভোট দিতে চান প্রবাসীরা

আদনান আবির । আমিরাত প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচনে বিদেশে থেকেই ভোট দিতে চান সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে বসে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়াটি কিছুটা জটিল এবং সময় সাপেক্ষ হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারছেন না তারা। আমিরাত প্রবাসীদের দাবি, নির্বাচন কমিশন যেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এবং আবুধাবি দূতাবাসের মাধ্যমে বা অনলাইনে হলেও সহজতর পদ্ধতিতে যেন ভোটগ্রহণের সুযোগ রাখে। 

বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারকপত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে। ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত না হয়ে, ভোট দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় পোস্টাল ব্যালট। ভোটের তফসিল ঘোষণা হওয়ার পর এলাকার নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারকে ডাকযোগে আবেদন করা হলে, তিনি নিশ্চিত হয়ে নির্দিষ্ট ঠিকানায় নতুন খামসহ ব্যালট পেপার পাঠিয়ে দেন। ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রিটার্নিং অফিসারকে নতুন খামে করে তা ডাকযোগে আবার পাঠিয়ে দিতে হয়।

নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সহযোগিতায় চলতি বছরের জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে আমিরাতের দুটি মিশনেই জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) জন্যে প্রবাসীদের আবেদন করার সুযোগ রাখা হয়েছিল। ফলে জাতীয় পরিচয় পত্র পাচ্ছেন অনেক প্রবাসী। তবে এনআইডি সংশোধনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

সারাবিশ্বে বিষয়টি দারুণভাবে সাড়া ফেলেছে। কারণ একসময় প্রবাসীদের প্রত্যাশা থাকলেও দেশের বাইরে থেকে এনআইডির জন্য আবেদন ছিল অকল্পনীয়। তাই প্রবাসীরা বলছেন, হয়ত একইভাবে ভোটও দেওয়া যেতে পারে। এতে করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীরা।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, আমিরাতে প্রায় ১০ লাখেরও বেশি প্রবাসী ভোটার রয়েছেন। তাদের বেশিরভাগই কাজের কারণে ভোট দিতে দেশে যেতে পারবেন না। ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে।

আমিরাতের শারজায় বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী বলেন, প্রবাসের মাটিতে এনআইডির ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচন হবে। সে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আমাদেরও আছে। আমার মতো সারাবিশ্বের অসংখ্য প্রবাসীদেরও ভোট দেওয়ার আগ্রহ রয়েছে। নির্বাচন কমিশন ও সরকারের প্রতি অনুরোধ হলো ভোট দেওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি যেন সহজতর করা হয়।

আমিরাতে বাংলাদেশি কমিউনিটির নেতা আরশাদ হোসেন হিরু বলেন, বর্তমান সরকারের উদ্যোগে এখন আমরা যারা প্রবাসে সহজ পক্রিয়ায় এনআইডি পাচ্ছি, সেভাবে ভোট অধিকারও যেন পাই।

সর্বশেষ

চট্টগ্রামে দ্বিতীয় ধাপে ফটিকছড়ি- হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় ভোট কাল

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল...

ট্রাফিক বিভাগের অভিযানে ১১৯০ টি গাড়ি আটক

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের টানা ১৯ দিনের অভিযান...

অভিযোগ প্রতিকার ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে পিআইডিতে সভা

আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘অভিযোগ প্রতিকার...

চলতি বছরে ২৪ লক্ষ বৃক্ষে শোভিত হবে চট্টগ্রাম : জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ...

৯০ বছর বয়সে চশমা ছাড়া করেন কাঁথা সেলাই

চট্টগ্রাম মহানগর এলাকার উত্তর কাট্রলির প্রশান্তি আবাসিক এলাকার মীনা...

কেএনএফ’র বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বম জনগোষ্ঠীর

কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে আজ সাধারণ বম জনগোষ্ঠীরা...

আরও পড়ুন

কেএনএফ’র বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বম জনগোষ্ঠীর

কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে আজ সাধারণ বম জনগোষ্ঠীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা এখন ভয়ে নিজ বাড়িঘর ছেড়ে জঙ্গলের...

কক্সবাজারে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকসহ দুজন নিহত হয়েছে।রোববার (১৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা মেরিন...

ট্রাক চাপায় বীরমুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় ট্রাকসহ ড্রাইভার গ্রেফতার

ট্রাক চাপায় রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম মৃত্যুর ঘটনায় ঘাতক ড্রাইভার আসামী মো:শফিক উল্ল্যাহ (৫৭) কে আটক করেছে পুলিশ।রবিবার...

রাত ১২টা থেকে সমুদ্রে মাছ শিকার বন্ধ

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত ৬৫ দিনের সমুদ্রে...