হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অর্থের নিরাপত্তা বজায় থাকবে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘দেশের আপামর মানুষের সুন্দর জীবন নিশ্চিত করাই আওয়ামী লীগের লক্ষ্য। প্রবাসীদের অনুরোধ জানাচ্ছি, হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাবেন। তাতে করে অর্থের নিরাপত্তা বজায় থাকবে।’
ধানমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়ায় না এসে অনেকেই জাল সার্টিফিকেট দিয়ে দালালের খপ্পরে পড়ে বিদেশে আসে। বিদেশিদের বোকা বানানো যায় না। তারা ধরা পড়ে যায়। এরপর থেকে এমন হলে বিদেশের জেলেই থাকতে হবে। কেননা, এই ধরণের মানুষের জন্য শুধু দেশের ভাবমূর্তিই নয়, তারা নিজেরাও ক্ষতির সম্মুখীন হয়।
তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীরা বিনিয়োগ করতে পারেন। সেখানে বিশেষ সুবিধাও পাবেন তারা। আফ্রিকার সঙ্গে আমরা সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছি। যাতে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ আরও বৃদ্ধি পায়।
এখন বাংলাদেশের অর্থনীতি নিয়ে গোটা বিশ্বই হিসাব করে চলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের এই অগ্রযাত্রা যেনো আর ব্যাহত না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে সবাইকে।
দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসীদের সহযোগিতা ও ভোট চেয়েছেন শেখ হাসিনা। বলেন, লুটেরাদের হাতে যেনো দেশের ক্ষমতা আর না যায়।
বিএনপি সব সময় নির্বাচন বানচালের চেষ্টা করে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, আমরা করি সৃষ্টি, ওরা করে ধ্বংস। এটাই হলো বিএনপির চরিত্র। মানুষের ওপর হামলা করা কোন ধরনের রাজনীতি?
‘এত টাকা বিএনপি পাচার ও লুট করেছে যে, এখন আবার আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ে নামার পাঁয়তারা করছে। এবার বাড়াবাড়ি করলে জনগণ তাদের ছাড়বে না; প্রতিহত করবে দেশের স্বার্থে’, যোগ করেন শেখ হাসিনা।