বুধবার, ১৯ মার্চ ২০২৫

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

দ্বীপ উপজেলা মহেশখালীর সাগর ঘেঁষা উপকূলে গড়ে উঠা সরকারের অগ্রাধিকার প্রকল্পের অন্যতম মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদনের যাত্রা শুরু করেছে।

শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষামূলক ভাবে চালু হয় মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন, প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার।

তিনি জানান, ‘পরীক্ষামূলক উৎপাদনের শুরুতে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিকেল থেকে এর উৎপাদন ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট পর্যন্ত হতে পারে। এই ইউনিটে ১২৫ থেকে সর্বোচ্চ ১৫০ মেগাওয়াট বিদ্যুতই পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হবে। উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।’

প্রথম দিন ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা জানিয়ে প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার আরও বলেন, এ জন্য ১ হাজার ২০০ মেট্রিক টন জ্বালানি তেল প্রয়োজন হবে। ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যেতে আরও অন্তত এক মাস সময় লাগবে। এখন পর্যন্ত কেন্দ্রে কয়লা মজুত রাখা হয়েছে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন। আগামী ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদনে যাবে কেন্দ্রটি। আর ৬০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটির কাজও ৭০ শতাংশ শেষ হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুরো প্ল্যান্টে প্রতিদিন ১০ হাজার টন ও প্রতিটি ইউনিটে পাঁচ হাজার টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত তিন লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে এবং আরো ৬৫ হাজার টন কয়লা নিয়ে আগামী ৭ আগস্ট উৎপাদন এলাকায় পৌঁছবে।

মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের মাঝামাঝি ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। অবশিষ্ট টাকা বাংলাদেশ সরকারের বলে জানা যায়।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্প সূত্র জানায়, জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশন, তোশিবা করপোরেশন ও আইএসআই এই প্রকল্পে নির্মাণকাজে ১ হাজার ১৫০ জন বিদেশি নাগরিকসহ ৮ হাজার মানুষ প্রতিদিন কাজ করছে এই প্রকল্পে।

কক্সবাজারের সাগর উপকূলে গড়ে উঠা এই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে পুরো কক্সবাজার জেলার বিদ্যুৎ সংকট কাটিয়ে পুরো কক্সবাজারকে আলোকিত করা হবে জানিয়ে স্থানীয় সংসদ সদস্য (কক্সবাজার-২) আশেক উল্লাহ রফিক বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে মাতারবাড়ির এই তাপবিদ্যুৎ প্রকল্প অন্যতম। এটি পুরোদমে চালু হওয়ার পর দেশে বিদ্যুৎ খাতে বিরাট অবদান রাখবে। লোডশেডিংয়ের মাত্রা কমে আসবে। পাশাপাশি মহেশখালীসহ কক্সবাজারের পর্যটন, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ অর্থনৈতিক উন্নয়নের চিত্র বদলে যাবে বলে আশাব্যক্ত করেন তিনি।

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্বাহী পরিচালক (পিডি) আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে সম্মিলিত ১২’শ মেগাওয়াটের নিয়মিত উৎপাদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতি মাসে বিল দিয়েও ৩ মাস ধরে পানি পাননা দক্ষিণ কাট্টলীর লক্ষাধিক মানুষ

বন্দর নগরী চট্টগ্রামের ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের প্রায়...

২৫ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ চট্টগ্রাম জেলা প্রশাসকের

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ...

চন্দনাইশে ইট ভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে তিনটি ইট ভাটায় অভিযান...

দেশ ও এলাকার জন্য কাজ করে যেতে চাই: ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম...

কর্ণফুলীর বড়উঠানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ কেজি...

ছাত্র আন্দোলনে নাশকতা, চান্দগাঁওয়ে গ্রেপ্তার ২

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাশকতা মামলায় চান্দগাঁওয়ে দুইজনকে গ্রেপ্তার...

আরও পড়ুন

২৫ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ চট্টগ্রাম জেলা প্রশাসকের

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি চট্টগ্রামের সভা গত ১৮ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন...

চন্দনাইশে ইট ভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার কাঞ্চনাবাদ এলাকায়...

দেশ ও এলাকার জন্য কাজ করে যেতে চাই: ধর্ম উপদেষ্টা ড.খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন সময়ে দেশ ও এলাকার জন্য কিছু কাজ করে...

আল্লামা রুহুল আমিন আল কাদেরী আর নেই

চট্টগ্রামের খ্যাতিসম্পন্ন প্রবীণ আলেমে দ্বীন হযরতুলহাজ আল্লামা হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন আল কাদেরী আর নেই।আজ বুধবার (১৯ মার্চ) সকাল ৮ টা ৫০...