চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বড়উঠান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী এ চাল বিতরণ করা হয়।
এসময় পরিষদের প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পংকজ দত্ত, বড়উঠান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মুবিনুর চৌধুরীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনভর এই কর্মসূচিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুই হাজার ২১৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ