চট্টগ্রামের বাঁশখালীতে হামিদ উল্লাহ (৩৮) নামে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরলের হাজিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া হাজিরখীল এলাকার মৃত মাহাফুজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ক্রসফায়ারে নিহত জাফর আহম্মদ এবং মো. খলিলের ছেলেদের সঙ্গে হামিদের জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। জাফর ও খলিল নিহত হলে হামিদকে র্যাবের সোর্স মনে করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি।