চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে নুরুল আবছার নামের একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী সোমবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী নুরুল আবছার (৪০) প্রকাশ মায়া চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্ব নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র।তিনি খুটাখালী সিএনজি সমিতির অর্থ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন।
তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা নং-১৩১/১২, ধারা- বন আইনের ২৬ (১ক) মূলে চকরিয়া থানায় সাজা গ্রেফতারী পরোয়ানা রয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গতকাল তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।