মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ঢাকায় চকরিয়া-পেকুয়ার মানুষের মিলনমেলা

চকরিয়া প্রতিনিধি

ঢাকায় বসবাসরত চকরিয়া- পেকুয়ার মানুষের জন্যে ভিন্নরকম একটা উৎসবের দিন ছিলো শুক্রবার। দীর্ঘদিন পর রাজধানীতে বসবাসকারী এই দুই উপজেলার মানুষের মিলনমেলা বসেছিলো মতিঝিল এজিবি কলোনি মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে। সকাল থেকে আসতে শুরু করে সমিতির সাড়ে চারশো সদস্য ও তাদের পরিবারের লোকজন।সকাল ১১ টায় চকরিয়া- পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম এজিবি কলোনি মাঠে বেলুন উড়িয়ে মিলনমেলা ও মেজবান উৎসব ২০২৩ এর সূচনা করেন। আয়োজনে প্রধান অতিথি জাফর আলম এমপি চকরিয়া পেকুয়া সমিতি ঢাকার সার্বিক উন্নয়নে ২০ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন এবং ঢাকায় সমিতির অফিসগৃহ নির্মানে সর্বোত সহযোগীতার আশ্বাস দেন। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহনেওয়াজ চৌধুরী স্বপন বলেন,চকরিয়া- পেকুয়ার রাজনীতিবিদসহ সকল শ্রেনী পেশার মানুষকে এক থলেতে ভরতে হবে। তবেই এই দুই উপজেলার উন্নয়ন হবে,নচেৎ নয়। এসময় তিনি ঢাকায় সমিতির কার্যালয় স্থাপনে অর্থসহ সবধরনের সহায়তার পাশাপাশি সমিতির অফিস গৃহ না হওয়া পর্যন্ত তার নিজের কার্যালয় কে ব্যবহার করার অনুমতি দেন।

অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মেজর জেনারেল ( অব:) রুহুল আলম চৌধুরী কে দেয়া মরনোত্তর সম্মাননা গ্রহন করেন মরহুমের স্ত্রী। এছাড়াও চকরিয়া- পেকুয়ার বিভিন্ন গুনীজনকে সম্মাননা দেয়া হয়। মিলনমেলা উপলক্ষে সমিতির প্রকাশনা মাতামহুরীর মোড়ক উন্মোচন করা হয়। সমিতির আহবায়ক এডভোকেট মোহাম্মদ ফখরুদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, জিয়া উদ্দীন জিয়া, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,সমিতির সদস্য সচিব বেলাল উদ্দীন, ব্যাংকার শওকত ওসমান চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট ফায়সাল সিদ্দিকী।

সমিতির আহবায়ক মোহাম্মদ ফখরুদ্দীন সিদ্দিকী জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় চকরিয়া – পেকুয়া সমিতি ঢাকা। যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৪ শ। সমিতির একটি কার্যালয় খুবই জরুরি এবং মিলনমেলায় সংসদ সদস্য ও শাহনেওয়াজ চৌধুরী স্বপন আশ্বাস দিয়েছেন তার জন্যে তিনি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ঢাকায় অধ্যয়নরত চকরিয়া পেকুয়ার শিক্ষার্থীসহ সকল পেশার মানুষের কল্যানে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি জানান,২ হাজারের অধিক মানুষ অংশ নেয় এবং তাদের মেজবান উৎসবে। পরে ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ হতে পারে রোল মডেল

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এ অঞ্চলের জন্য একটি...

উদ্বোধন হলো ৪.৮ কিলোমিটার যমুনা রেলসেতুর 

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক...

যমুনা রেল সেতুর উদ্বোধন আজ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেল সেতুর...

আনোয়ারায় মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডারের ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী...

ডায়াবেটিক হাসপাতালে তদন্ত কমিটির সামনে কর্মচারীদের দুইপক্ষের মারামারি

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির সামনে...

সিএমপির বিভিন্ন থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪ জন গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টার অভিযানে আওয়ামী...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডারের ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডার রাসেল ও তার সহযোগীর ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। সোমবার...

পাঁচতলা ভবন থেকে পড়ে রাউজানে মিস্ত্রির মৃত্যু

রাউজানে পাঁচতলা ভবন থেকে ছিটকে পড়ে নজরুল ইসলাম (৩৮) নামে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে।সোমবার (১৭ মার্চ) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের...

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাইয়ে বন বিভাগের উঠান বৈঠক 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই  রেঞ্জের ব্যাঙছড়ি মুসলিম পাড়া হাতি সুরক্ষা দলের আয়োজনে সোমবার (১৭ মার্চ) বিকেল ৪ টায়  হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে...

ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান ৭ লক্ষ টাকা জরিমানা

ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নের ৩টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ মার্চ) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা...