চকরিয়া উপজেলাকে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন।
২০১৭ সালের তালিকা অনুযায়ী চকরিয়া উপজেলায় মোট ৮৭৪ টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে উক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে ১৮২ টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আরও ২৫০ টি করে ঘরের বরাদ্দ দেয়া হয়। উক্ত ঘর সমূহ নির্মাণ শেষে উপকার-ভোগীদেরকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। সর্বশেষ চতুর্থ পর্যায়ে অবশিষ্ট ১৯২ টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছে নির্মাণাধীন। শীঘ্রই প্রধানমন্ত্রী উক্ত ঘর সমূহ উদ্বোধন করবেন। এই ১৯২ টি ঘরের নির্মাণ কাজ শেষ হলে চকরিয়া উপজেলার মোট ৮৭৪ টি পরিবারকে পুনর্বাসন করা হবে অর্থাৎ তালিকা অনুযায়ী সবাইকে পুনর্বাসন করা সম্ভব হবে।
ইতিমধ্যে গত ১৫ ফেব্রুয়ারি ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করার নিমিত্তে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ সবাই মিলে উপজেলাটিকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় হয়।
এছাড়া পেকুয়া উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। কক্সবাজার জেলার মধ্যে চকরিয়া ও পেকুয়া অর্থাৎ কক্সবাজার ১ সংসদীয় আসনটি সর্বপ্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা হতে যাচ্ছে।