কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল আবছার(৪২) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় শুক্রবার সকালে নুরুল আবছারের পিতা কাছিম আলী চকরিয়া থানায় নিখোঁজ ডায়েরি (জিডি নং ১২৬০/২০২২) দায়ের করেন।
বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সালাহউদ্দিন ছিদ্দিকী জানান, নুরুল আবছার বদরখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে গত ২৫ জানুয়ারি সকালে বাড়ি থেকে পেকুয়া উপজেলার উজানটিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
নুরুল আবছারের বৃদ্ধ পিতা কাছিম আলী বলেন, আমার ছেলেকে কেউ অপহরণ করেছে। কে বা কারা অপহরণ করেছে তা সঠিক ভাবে বলতে না পারলেও, পেশায় লেবার সর্দার (মাঝি) হলেও বিগত কয়েক বছর ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা নুরুল আবছারকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে গেছে বলে ধারণা করছেন বৃদ্ধ পিতা কাছিম আলী।
ছেলের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন চট্টগ্রামের পটিয়ায় দেখাচ্ছে বলেও জানান তিনি। ছেলেকে খুঁজে পেতে তিনি প্রশাসনের দারস্থ হয়েছেন বলে জানান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বদরখালীর নুরুল আবছার নিখোঁজের সংবাদ পেয়ে, তাঁকে খুঁজে বের করতে সম্ভাব্য সব যায়গায় অভিযান পরিচালনা করা হবে।