পাহাড়কন্যা বান্দরবানে বাড়ছে পর্যটক,শীতের এই সময়টাতে দেশের বিভিন্ন প্রান্ত হতে পাহাড় প্রেমী ভ্রমন পিপাসুদের ভিড় জমে পার্বত্য বান্দরবানের মেঘলা,নিলাচল,নীলগিরি,চিম্বুক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলোতে।
শত শত গাড়িতে করে আগত পর্যটকেরা বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো পরিবার পরিজন নিয়ে ছুটে বেড়ান মনের খোরাক হিসেবে কুয়াশার মাঝে পাহাড়ের বুকে সুর্যোদয় ও সুর্যাস্ত দেখার জন্য।
আগত পর্যটকেরা ঘুরাঘুরির পর দুপুরের আহারের ব্যাবস্থাও করেন পর্যটন কেন্দ্রের পাশে বা উন্মুক্ত কোন স্থানে।এতে পর্যটন কেন্দ্রের আশপাশের এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বাড়তি পরিচ্ছন্নতা ব্যাবস্থা গ্রহণ করা হয় পৌরসভার পক্ষ থেকে।তারপরেও অধিক পর্যটক সমাগমের কারনে পর্যটন কেন্দ্রের বাইরের চারপাশ পরিচ্ছন্ন রাখতে হিমসিম খেতে হয় সংশ্লিষ্টদের।
জেলায় বসবাসকারী জনসাধারণ ও আগত পর্যটকদের মাঝে বাড়তি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সহধর্মিণী মিসেস মেহ্লা প্রু মারমা।
২৩শে ডিসেম্বর (শুক্রবার) দুপুরে নিজেই নেমে পড়লেন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে।
জেলার মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় নিজে মাথায় স্কাপ,মুখে মাক্স পড়ে ঝাড়ু হাতে পায়ে হেটই রাস্তার দুই পাশে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকের প্যাকেট ও বিভিন্ন অপচনশীল বস্তু হাতে তুলে তা রেখেছেন নির্দিষ্ট ডাস্টবিনে।
তার এ কার্যক্রমের সাথে অংশ নেয় জেলা মহিলা আওয়ামী লীগ এর সিনিয়র নেতৃবৃন্দ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরিচ্ছন্নতার এই ব্যাতিক্রমি কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে মিসেস মেহ্লা প্রু মারমা বলেন বান্দরবান পাহাড়ে ঘেরা প্রকৃতি ক সৌন্দর্য মন্ডিত একটি শহর।
দেশের বিভিন্ন জেলা হতে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এই পাহাড় কন্যা বান্দরবানে,শহরের পরিচ্ছন্নতার জন্য পৌরসভার পক্ষ হতে ব্যাবস্থা গ্রহণের পরেও সকলকে নিজের উদ্যোগে চারপাশের পরিবেশ কে পরিস্কার রাখা ও নিজে পরিছন্ন থাকার চেস্টা করতে হবে।
তিনি বলেন সকলের প্রচেষ্টা থাকলে আমাদের এই সুন্দর শহর আরো সুন্দর করে উপস্থাপন করা যাবে আগত সকলের কাছে,তাই নিজেদেরকে চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে আহ্বান জানান পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী মিসেস মেহ্লা প্রু।
তার এই ব্যাতিক্রমি প্রয়াসে আশেপাশের স্থানীয় জনসাধারণ ও আগত পর্যটকদের অনেকেই হয়েছেন হতবাক,জানালেন নিজেরাও পরিচ্ছন্ন বান্দরবান গড়তে ও নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হবেন।