চট্টগ্রামে ৯৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০৩ কিলোমিটার দীর্ঘ দুই লেনের ছয়টি সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২১ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কগুলোর উদ্বোধন করবেন তিনি।
এই সড়কগুলো নির্মাণের ফলে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলার যোগাযোগ সুবিধা যেমন বাড়ছে, তেমনি চট্টগ্রাম মহানগরীর সঙ্গে বিকল্প যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠছে।এছাড়া, দক্ষিণ চট্টগ্রামের তিন সড়কের মাধ্যমে পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলা এবং শহরের মধ্যেও বিকল্প নেটওয়ার্ক গড়ে উঠেছে। বিভিন্ন উপজেলা ও শহরের সঙ্গে যোগাযোগ নেটওয়ার্কের পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমে আসবে বলে আশা সড়ক বিভাগের।