১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের বিলাইছড়িতে দূর্গম পার্বত্য এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনী।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা তিনটার দিকে উপজেলায় ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে বাজার প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আহসান হাবিব রাজীব পিপিএম, পিএসসি।
এছাড়াও বিলাইছড়ি জোনের মেডিকেল অফিসার কর্তৃক দূর্গম পাহাড়ী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। বিলাইছড়ি সেনা জোনে এই উদ্যোগে বিজয়ের আনন্দে এ ক্ষণে এলাকার হতদরিদ্র মানুষ খুবই আনন্দিত। তাদের এই কষ্ট অনেকাংশে লাঘব হয়েছে। তারা যেন স্বস্থির স্বাদ ফিরে পেয়েছে। বিলাইছড়ি সেনা জোনের এধরণের মহতী উদ্যোগ এলাকার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছে।
বিলাইছড়ি সেনা জোন কর্তৃক জানা যায়, এলাকার মানুষের কল্যাণে বিলাইছড়ি সেনা জোন সর্বদা কাজ করে যাবে।