চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় , রাতে ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উক্ত অভিযানে বিশেষ ১ (এক) টি সাজা ওয়ারেন্ট ও ১৯ টি জি আর ওয়ারেন্ট ও ১২টি সি আর ওয়ারেন্ট মূলে ৩২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ ওসি চন্দন কুমার চক্রবর্তী থেকে জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।