Friday, 15 November 2024

মদ উৎপাদন ও বিক্রিতে রেকর্ড করলো কেরু অ্যান্ড কোম্পানি

চট্টগ্রাম নিউজ ডেস্কঃ

করোনাকালীন সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কড়াকড়িতে বিদেশী মদ আমদানি কমে যাওয়ায় উৎপাদন ও বিক্রিতে রেকর্ড করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি।

বিদায়ী অর্থবছরে শুধু মদ বিক্রি থেকেই কেরু অ্যান্ড কোম্পানির লাভ হয়েছে ১০০ কোটি টাকার বেশি এবং বিক্রয় হয়েছে ৩৬৭ কোটি টাকা যা কেরুর ইতিহাসে সর্বোচ্চ। প্রতিষ্ঠার ৮৩ বছর পর প্রথমবারের মতো বিভিন্ন ইউনিট থেকে প্রতিষ্ঠানটির মোট বিক্রি ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। বিগত বছরে এই ইউনিট থেকে প্রায় ৯০ কোটি টাকা লাভ হলেও এ বছর তা ১০০ কোটি ছাড়িয়েছে। ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, জারিনা ভদকা, রোসা রাম ও ওল্ড রাম সহ মোট ৯টি ব্র্যান্ডের মদ উৎপাদন হয় কেরুতে। ৯টি ভিন্ন ব্র্যান্ডের আওতায় আন্তর্জাতিক বাজারের জন্য ১০ লাখ ৮০ হাজার প্রুফ লিটার মদ, ২৬ লাখ লিটার দেশি স্পিরিট ও ৮ লাখ লিটার ডিনেচার্ড স্পিরিট উৎপাদন করে কেরু। মদের পাশাপাশি ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার, সার, চিনি এবং গুড় উৎপাদন করে থাকে রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি।

কেরু সূত্র জানায়, করোনাকালীন সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশী মদ আমদানিতে কড়াকড়ি আরোপ করায় ও বিগত বছর শুল্ক ফাঁকি রোধে মদ আমদানিতে নজরদারি বাড়ানোর কারণে কেরুর মদের চাহিদা বেড়েছে কয়েক গুণ।বিদেশী মদের উপর কড়াকড়ির কারণে দেশের অনুমোদিত বারগুলোতে বিদেশি মদের সংকট দেখা দেওয়ায় বেড়ে যায় দেশে উৎপাদিত মদের চাহিদা।
এসময় চাহিদার বিপরীতে মদের উৎপাদন বাড়িয়ে দেয় কেরু। ফলে বিক্রি বাড়ার সঙ্গে তাল মিলিয়ে কেরুর মুনাফাও বৃদ্ধি পায়।২০২০-২১ অর্থবছরে কেরুর মদ বিক্রি অন্যান্য বছরের তুলনায় ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে মদের চাহিদা পূর্বের হিসাবের ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সে হিসাবে প্রায় ১০ লাখ প্রুফ লিটার বেশি মদ বিক্রি করেছে কেরু। প্রতি মাসে গড়ে ১২ থেকে ১৩ হাজার কেস কেরুর উৎপাদিত মদ বিক্রি হয়ে থাকে।

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন জানান, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির উন্নয়নের লক্ষ্যে ১০২ কোটি ২১ লাখ টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পটি শেষ হলে উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে। উৎপাদন সক্ষমতাও বেড়ে দ্বিগুণ হবে। বর্তমানে সারা দেশে কেরুর ১৩টি ওয়্যারহাউস ও ৩টি বিক্রয়কেন্দ্র রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতোমধ্যে দুটি নতুন বিক্রয়কেন্দ্রের অনুমোদন দিয়েছে। বিক্রয়কেন্দ্রগুলো পরিচালনার জন্য পর্যটন করপোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরেরও কথা রয়েছে। বিদেশি মদের সরবরাহ কমে আসার কারণে দেশীয় ব্র্যান্ড কেরু অ্যান্ড কোম্পানির মদের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সারা দেশে ১৩টি ওয়্যারহাউস ও তিনটি বিক্রয়কেন্দ্র থেকে ইতোমধ্যে আমরা বাড়তি চাহিদা পেয়েছি। এর মধ্যে ঢাকা ও শ্রীমঙ্গল ওয়্যারহাউসের চাহিদা সবচেয়ে বেশি।

কেরুর ডিস্টিলারি বিভাগের মহাব্যবস্থাপক ফিদাহ হাসান বাদশা জানান, চিনি উৎপাদনের জন্য আখের রস আহরণের পর গুড়, ব্যাগাস ও প্রেস মাড এ তিনটি উপজাত পাওয়া যায়।
গুড় হলো মদ উৎপাদনের প্রধান উপাদান। গুড়ের সঙ্গে ইস্ট প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় মদ বা অ্যালকোহল। কেরুতে চিনি, ডিস্টিলারি, ফার্মাসিউটিক্যালস, বাণিজ্যিক খামার, আকন্দবাড়িয়া খামার (পরীক্ষামূলক) ও জৈব সার- এই ছয়টি ইউনিটের মধ্যে শুধু ডিস্টিলারি ও জৈব সার ইউনিট লাভজনক।

সর্বশেষ

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

গণপ্রকৌশল দিবস  এবং আইডিইবি (ইনষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)'র ৫৪...

চন্দ্রঘোনা থানায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  দুই বছর...

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও...

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক...

কপ২৯ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন...

রাষ্ট্রীয় খরচে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে।আজ...

আরও পড়ুন

পোশাক কারখানা পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূত

সাভার-আশুলিয়ায় পোশাক কারখানা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) এ হাফিজ ও বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।রোববার (২০ অক্টোবর ) প্রধান উপদেষ্টার...

অর্থনীতিতে স্থিতিশীলতার আশ্বাস গভর্নরের 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে...

ফ্যাসিবাদিদের সময়ে দখল-অপদখলের কারণে বাণিজ্য সংগঠনগুলো কাজ করতে পারেনি : উপদেষ্টা আসিফ মাহমুদ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ব্যবসায়ী সংগঠনগুলোতে ফ্যাসিবাদির দোসরদের বাদ দিয়ে সকল দলের সহাবস্থান নিশ্চিত...

পোশাক শিল্প বর্তমানে স্থিতিশীল রয়েছে : বিজিএমইএ সভাপতি

পোশাক শিল্প একটি চ্যালেঞ্জিং সময় পার করে বর্তমানে স্থিতিশীলতা অর্জন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।সংগঠনের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম...