চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১জুন) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম সরফভাটা ৩নং ওয়ার্ড আশকর আলী রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনি আক্তার ওই এলাকার আইয়ুব খানের পুত্র মো. পারভেজ এর স্ত্রী। মনি আক্তারের বাপের বাড়ি উত্তর রাঙ্গুনিয়া ধামাইর হাট এলাকায় বলে জানা গেছে। এছাড়াও নিহত মনির সাড়ে চার বছর বয়সী এক কন্যা সন্তান ও দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী গৃহবধূ মনি আক্তারের ভাসুরের মেয়ে আখি আক্তার বলেন, “আমাদের টিভি ডিস্টার্ব করছে, আম্মু তিনবার শর্ট খাইছে। কিন্তু আমার বৌমা (চাচী) বলছে তাদেরটা ঠিক আছে। বৌমাকে ধরতে নিষেধ করলাম কিন্তু তিনি ধরার পর শর্ট খেয়ে মাটিতে পড়ে গিয়ে আমাকে বললেন মেইনসুইচ বন্ধ করো, তারপর আমি মেইনসুইচ বন্ধ করি দেখি তিনি অজ্ঞান হয়ে পড়ে”।
এ প্রসঙ্গে মনি আক্তারের স্বামী পারভেজের কাছে জানতে চাইলে তার মানসিক অবস্থা ভালো না থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের বরাতে ইউপি সদস্য (৩নং ওয়ার্ড) মাহাবুব আলম বলেন, “পারভেজের স্ত্রী খালি পায়ে টিভির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তবে বিষয়টি জানতে পেরে আমি দ্রুত ঘটনাস্থলে এসে গৃহবধূ মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান সে মারা গেছে। এরপরেও বিদ্যুতায়িত হওয়ায় আমি তার ইসিজি পরীক্ষা করতে বললাম কিন্তু সে রিপোর্ট অনুযায়ীও চিকিৎসকরা জানান মনি মারা গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক”।