চকরিয়ায় ধার দেওয়া পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে পাওরাদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে মুদি দোকানী।
শুক্রবার (৩জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালীস্থ ব্রজেন্দ্র মহাজের ঘাটার ষ্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা আহত দীপক দাশ (৩০) কে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে যায়। আহত দীপক দিগরপানখালী গ্রামের মৃত মন্টু দাসের ছেলে। সে পেশায় মৌসুমী ব্যবসায়ী।
এই ঘটনায় আহত দীপক দাশ (৩০) বাদী হয়ে একই এলাকার আবদু ছোবাহান নূরের পুত্র মোঃ আলমগীরকে নামে থানায় লিখিত এজাহার দাখিল করেন।
দীপক দাশ অভিযোগে উল্লেখ করেন , তিনি স্থানীয় মুদি দোকানদার আলমগীরকে বিগত প্রায় ৩ বছর পূর্বে কিছু টাকা ধার দেন। এখন ও পর্যন্ত আরো ৪ হাজার ৬শত টাকা পাওনা রয়েছেন। উক্ত টাকা তাকে আজ দিবে, কাল দিবে বলে হয়রানি করে আসছিল। সর্বশেষ শুক্রবার রাতে অভিযুক্ত আলমগীরের মুদির দোকান থেকে সাবান কিনে নেওয়ার পর আলমগীরের কাছ থেকে তার বাকি পাওনা টাকা কখন দিবে জানতে চাইলে আর টাকা দিবেনা বলেই দীপকের উপর আলমগীর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে । এতে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় । পরে তার আত্মচিৎকারে ষ্টেশনে থাকা লোকজন চারিদিক হতে এগিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনায় একজন জখম হয়েছে । আহত ব্যক্তি বাদী হয়ে একটি এজাহার দিয়ে গেছে । পুলিশ বিষয়টি তদন্তে যাবে। সত্যতা পাওয়া গেলে মামলা নেয়া হবে।