কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে মাইন উদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
আজ সোমবার ১৬ মে সকালে উপজেলার পৌর বাস টার্মিনালস্থ চকরিয়া সিটি হাসপাতালে চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানান,আজ সোমবার সকালে চকরিয়া সিটি হাসপাতালে অভিযান চালিয়ে ডাঃ মাইন উদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন মানুষের সাথে প্রতারণার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
অপরদিকে চকরিয়া সিটি হাসপাতালের ডিএমডি বলেন, যাকে আটক করা হয়েছে তিনি সিটি হাসপাতালের নিয়োগপ্রাপ্ত কোন ডাক্তার নয়। পূর্বে হাসপাতালে চেম্বার করেন নি। এমন কি কোন প্রচারপত্রেও তার নাম ব্যবহৃত হয় নি।
ডা. ত্রিদিব রায় এবং ডা. অনন্যা সরকার প্রায় তিন বছর ধরে চকরিয়া সিটি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার যথাক্রমে A79307 ও A90869।
মূলত গত সপ্তাহে একজন নতুন ডাক্তার নিয়োগের জন্য চকরিয়া সিটি হাসপাতাল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন ডাক্তার সিভি জমা দেন। ডা. মাঈন উদ্দিন তাদেরই একজন।
ইতিপূর্বে তিনি চকরিয়ার অন্য কয়েকটি বেসরকারী হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত থাকার অভিজ্ঞতা বিবেচনায় ইন্টারভিউ বোর্ড তাকে শর্ট লিস্টেড করে এবং চিকিৎসক হিসেবে তার যাবতীয় সনদপত্র জমা দিতে বলা হয়।
তিনি সনদপত্র জমা দিতে এলে ম্যাজিস্ট্রেট তাকে আটক করেন। এবং তার সনদপত্র সমূহ ভুয়া বলে প্রমাণিত হওয়ায় তাকে জেল-জরিমানা করা হয়েছে।