কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন— মো. ইসমাইল (৩২), শফিউল আলম (৩৭), রিয়াজ খান রাজু (৪১), মো. হোসেন (৬০) ও মো. ইউনুছ মাঝি (৫৬)।
আজ (সোমবার) দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই মানব পাচার চক্রের মূলহোতা আসামি ইসমাইল হোসেন ও তার ভাই শফিউল আলম। তাদের উভয়ের নামে বিভিন্ন থানায় সাতটি করে মানব পাচার আইনে মামলা আছে।
তারা কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার নিরীহ মানুষের দারিদ্রতার সুযোগে স্বল্প খরচে বিদেশ পাঠানোর জন্য কন্ট্রাক করে তাদের নিকট থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে কিছু টাকার বিনিময়ে মালয়েশিয়া যেতে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট বানানোর জন্য তাদের অন্যতম সহযোগী রিয়াজ খাঁনকে দেয়।
রিয়াজ খাঁন মালোশিয়া যেতে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট তৈরীর কাজ সম্পন্ন করে স্ব-স্ব ব্যক্তিদের নামে প্রস্তুতকৃত পাসপোর্ট প্রদান করে তাদের মনে বিশ্বাস স্থাপন করে এবং বলে তাদের মাধ্যমে স্বল্প খরচে মালয়েশিয়া যাওয়া সম্ভব।
নিরীহ লোকজন এই চক্রকে বিশ্বাস করে রাজুর নিকট মোট খরচের অর্ধেক টাকা জমা করতো। অতঃপর রাজুর সহযোগী উল্লেখিত অন্য সদস্যদের সহায়তায় মালয়েশিয়া গমনে ইচ্ছুক লোকদের গভীর রাতে ট্রলারে তুলে দিতো।
ট্রলারে তুলে দেওয়ার পূর্বে তাদের সকলের পাসপোর্ট এর কপি রাজুর নিকট রেখে দিতো। সে লোকজনদের বলতো বিদেশ পৌঁছানোর পর বাকি টাকা পরিশোধ করলে তাদের নিকট পাসপোর্ট পাঠিয়ে দিবে। ইউনুছ নিবিড়ভাবে আসামি ইসমাইল ও শফিউল আলমদের মানব পাচারে লোক সংগ্রহের কাজে সহায়তা করতো। মানাব পাচারকারী সিন্ডিকেটের কেউ থানায় অভিযোগ পর্যন্ত করার সাহস পায় না।
মো. হোসেন মানব পাচার চক্রের অন্যতম সদস্য। তার ছেলের মাধ্যমে সে নিরীহ লোকজনদের মোজাম্বিক পাঠিয়ে তাদের এই চক্রের সদস্যের দ্বারা বিভিন্নভাবে অপহরণ করে অপহৃত ব্যক্তিদের বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদের নিকট থেকে মো. হোসেন মোটা অংকের টাকা আদায় করতো।
তারা মালয়েশিয়া লোক পাঠানোর কথা বলে নিরীহ লোকজন টাকা দিতে না পারলে তাদের নিকট থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাদেরকে অবৈধভাবে সাগর পথে ট্রলার যোগে মালয়েশিয়ার কোনো এক অজ্ঞাত দ্বীপে নামিয়ে দিয়ে আসে। এরপর তার পরিবারের নিকট থেকে মালয়েশিয়া যাওয়ার খরচ চায়। দিতে না পারলে স্বাক্ষরযুক্ত স্ট্যাম্পের মাধ্যমে তাদের আবাদি জমি-জমা বাড়ি-ঘর দখল করে নেয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।