কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আহমেদ আরমান নামে আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯ টায় চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে । এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে।
নিহত আরমান চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লক ছনুয়া পাড়া মরহুম রফিক আহমদের ছেলে।
মৃত্যু বিষয়টি নিশ্চিত তার বড় ভাই মোহাম্মদ রিদুয়ান বলেন , সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৭ দিন চিকিৎসার অবস্থায় থাকার পর আজ সকালে আরমান ও সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন।
উল্লেখ্য, গত ১এপ্রিল রাত ২ টার সময় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নস্থ কেবি জালাল উদ্দিন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার স্বীকার হয় আরমান ও রোস্তম নামে ২ জন মোটরসাইকেল আরোহী। রোস্তম ঘটনাস্থলে মারা গেলে গুরুতর আহত অবস্থায় আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সে খানে তার অবস্থা আরও অবনতি হলে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।সেখানে ৭ দিন চিকিৎসার পর তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়।
তার মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসছে।