চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের বোঝা সইতে না পেরে মো. হাসান (৪০) নামের ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মো. হাসান উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের মৃত তাহেরের ছেলে।
মঙ্গলবার সকালে নিজ বাড়ির পেছনে মেহগনিগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মো. হাসান আত্মহত্যা করেন।
পরিবার সূত্রে জানা যায়, হাসান দুই সন্তানের জনক তিনি ভ্যানে করে দোকানে-দোকানে বিভিন্ন পণ্য বিক্রি করতো চলতি বছরের শুরুতে এনজিও থেকে ঋণের টাকা নিয়ে সেমিপাকা ঘর নির্মাণ করে হাসান। কিন্তু ওই ঋণের টাকা পরিশোধ করতে হিমশিম খেতে হত তাকে। ওইদিকে কিস্তির টাকা পরিশোধের জন্য এনজিও কর্মীদের চাপাচাপিও করতে বলে জানা যায়। ওই কারণেই আত্মহত্যার কারণ হতে পারে।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কামাল আজাদ জানান, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে মো. হাসান আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।