গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 4 May 2024

নগর আ’লীগের শীর্ষ নেতাদের সমন্বয়ে ১৫ থানায় ১৫ তদারকি কমিটি

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ৬ সদস্যের রিভিউ কমিটির সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নগরীর ১৫টি থানায় ১৫টি সংগঠনিক তদারকি কমিটি গঠন করা হয়েছে।

নগর আওয়ামীলীগের একজন শীর্ষ নেতাকে আহবায়ক করে ১৫টি থানায় এই তদারকী কমিটি গঠন করা হয়। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র ১৫ থানার আহবায়কদের নাম ঘোষণা করা হয়েছে।

এই কমিটিতে সংশ্লিষ্ট থানাধীন সংসদ সদস্যরাও সদস্য হিসেবে থাকবেন। অবশিষ্ট ৩ সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে নগর আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) নগর আওয়ামীলীগ এই কমিটি ঘোষনা করে।

১৫ থানার তদারকি কমিটির মধ্যে কোতোয়ালী থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, বন্দর থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমেদ, পাহাড়তলী থানার আহ্বায়ক নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, ডবলমুরিং থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, হালিশহর থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, খুলশী থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, পাঁচলাইল থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, বায়েজীদ থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, সদরঘাট থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চকবাজার থানার আহবায়ক হলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ইপিজেড থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, আকবর শাহ্ থানার আহবায়ক হলেন নগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, পতেঙ্গা থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চান্দগাঁও থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, বাকলিয়া থানার আহ্বায়ক হলেন নগর আওয়ামীলীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

গঠিত ১৫টি থানা তদারকী কমিটি ওয়ার্ডগুলোর বিদ্যমান সাংগঠনিক চিত্রের পর্যবেক্ষণ প্রতিবেদন ১৫ দিনের মধ্যে মহানগর কমিটিতে জমা দেয়ার পর তা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো হবে।

গত ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় দামপাড়াস্থ মরহুম জহুর আহমদ চৌধুরীর বাস ভবনে রিভিউ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত রিভিউ কমিটির দ্বিতীয় সভায় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এম. জহিরুল আলম দোভাষ, এম. রেজাউল করিম চৌধুরী, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। সভার শুরুতে ১৫টি থানার তদারকি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

সভায় নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের ১২৯টি ইউনিটের মধ্যে ইতোমধ্যে ৯৯টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে।

গোপন ব্যালটের মাধ্যমে ভোট এবং সর্ব সম্মতভাবে নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এই সম্মেলন গুলো মহানগর কমিটির নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এবং মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে বিধিবদ্ধভাবে অনুষ্ঠিত হয়েছে।

তবে ক্ষেত্র বিশেষে দলের কারো কারো অভিযোগ থাকায় ১৬ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী রিভিউ কমিটি অভিযোগগুলো যাচাই বাছাই করবে এবং গঠিত ১৫টি থানা তদারকী কমিটি ওয়ার্ডগুলোর বিদ্যমান সাংগঠনিক চিত্রের পর্যবেক্ষণ প্রতিবেদন ১৫ দিনের মধ্যে মহানগর কমিটিতে জমা দেয়ার পর তা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো হবে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগেই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, থানা ও মহানগর কমিটি গুলো গঠিত হবে। আগামী নেতৃত্বেকে অধিকতর গতিশীল করা হবে।

তিনি উল্লেখ করেন, ইউনিট সম্মেলন নিয়ে আনীত অভিযোগগুলোর মধ্যে যেগুলো কাল্পনিক ও উড়ন্ত সেগুলো সঙ্গতকারণে আমলে আনা হবে না। নেতৃত্বের ক্ষেত্রে কারো অযৌক্তিক ব্যক্তিক পছন্দ-অপছন্দ গুরুত্বপূর্ন নয় এবং দলীয় ও সামষ্টিক স্বার্থটিই সবচেয়ে বড় ও প্রনিধানযোগ্য বিষয়।

দলের ঐক্যই সাংগঠনিক শক্তির মূল ভিত্তি সোপান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঐক্যের শক্তিতে বলীয়ান।

সর্বশেষ

গরুর ঘাস কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধার

ফটিকছড়ি পৌরসভায় গরুর ঘাস কাটতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট...

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শরীর ছিলো আঘাতের চিহ্ন

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে সানজিদা আক্তার (২৮ ) নামে...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

মহান মে দিবসের অতৃপ্ত প্রাপ্তি ও অজেয় ভাবনা

মহান মে দিবস, ১৮৮৬ ইংরেজি সালে আমেরিকার শিকাগো শহরে...

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১, কারাদণ্ড

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি...

১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু...

আরও পড়ুন

গরুর ঘাস কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল বৃদ্ধার

ফটিকছড়ি পৌরসভায় গরুর ঘাস কাটতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাবা খাতুন (৬০) নামে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে।শুক্রবার (৩ মে) বেলা সাড়ে ৫টার...

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শরীর ছিলো আঘাতের চিহ্ন

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে সানজিদা আক্তার (২৮ ) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে।শুক্রবার (৩ রা মে) দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে।আজ শুক্রবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই...

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১, কারাদণ্ড

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন প্রক্সি দেওয়ার সময় এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায়...