Monday, 18 November 2024

কাতার বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের জয়রথ ধরে রেখেছে ব্রাজিল। শুক্রবার (১২ নভেম্বর) কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জিতেছে সেলেসাওরা।

তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে যথেষ্ট সুযোগ তৈরি করেও গোলবঞ্চিত হয় ব্রাজিল দল। লুকাস পাকেতার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল তিতের দল।

পুরো ম্যাচে দুই দলের ফুটবলাররা বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে, যা প্রভাব পড়েছে মাঠের স্বাভাবিক খেলায়ও। দুই দল সমান ২১টি করে ফাউল করেছে মোট ৪২ বার । ম্যাচের ৩৬তম মিনিটে দানিলোর শট কলম্বিয়ার একজনের পায়ে লেগে একটু দিক পাল্টে পোস্টের বাইরের দিকে লাগে। তিন মিনিট পর পাল্টা আক্রমণে লুইস দিয়াসের দারুণ শট একটু দূর দিয়ে বাইরে চলে যায়। বিরতির আগে তিন মিনিটে দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রেদকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান ব্রাজিল কোচ। ৭২তম মিনিটে জালের দেখা পায় ব্রাজিল। মিডফিল্ডে মার্কিনিয়োস নেইমারকে পাস দিলে পিএসজি তারকা পা বাড়িয়ে ডি-বক্সে পাকেতার উদ্দেশে বলের দিক পাল্টে দেন। বল পেয়ে ডান পায়ে শট নেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার। ঠিকমতো অবশ্য শটটি নিতে পারেননি তিনি; তবে ঝাঁপিয়ে পড়া অসপিনার হাতে লেগে বল ঠিকানা খুঁজে নেয়।

৮৭তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককেও কাটান ভিনিসিউস, কিন্তু এরপরই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। অবশ্য এমন সুবর্ণ সুযোগ নষ্টের খেসারত অবশ্য দিতে হয়নি দলটিকে।

এবারের বাছাইয়ে ১২ ম্যাচ খেলে ৯টিতে ক্লিন শিট রেখেছে ব্রাজিল। গোল করেছে ২৭টি, হজম করেছে মাত্র চারটি। কলম্বিয়ার বিপক্ষে জিতেই লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল নেইমাররা।

১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। এই অঞ্চল থেকে সর্বোচ্চ পাঁচটি দল যাবে কাতার বিশ্বকাপে। ব্রাজিলের চেয়ে এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ব্রাজিলের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর। পরের তিনটি স্থানে থাকা চিলি, কলম্বিয়া ১৩ ম্যাচে পয়েন্ট ১৬ এক ম্যাচ কম খেলে উরুগুয়ের পয়েন্টও সমান। এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।

সর্বশেষ

ডেভিস কাপ খেলতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ টেনিস দল

বাহরাইন টেনিস ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘২০২৪ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া...

চট্টগ্রামে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি ছাত্রলীগ নেতা রোহান গ্রেফতার

নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের...

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

নগরের ওমরগণি এমইএস কলেজে উত্তেজনা

চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রদল নেতাদের উদ্যোগে একটি...

সংঘাত থেকে সংলাপ: বৈরুতে যুদ্ধবিরতির চেষ্টায় আমেরিকা

ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত...

অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি :মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , ...

আরও পড়ুন

ইমরুল কায়েসের ‘ফুল এনার্জি’ টি-টোয়েন্টি আর ওয়ানডেতে

প্রায় দুই দশকের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। লাল বলের ক্রিকেটে নিজের শেষ ম্যাচে ইচ্ছা করেও হাসি মুখে মাঠ...

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ: জাকের-মাহিদুলের দৃঢ় ব্যাটিং, হাসানের দুর্দান্ত সূচনা

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ভালোভাবেই শুরু হয়েছে। দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ে মিশ্র পারফরম্যান্স এবং বল হাতে ভালো...

বিসিবির সর্বোচ্চ পদে পরিবর্তন আসলেও নেই কাজের গতি: ক্রীড়া উপদেষ্টা

শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। পরিবর্তনের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হোসেন পাপন গা ঢাকিয়ে...

কাপ্তাই লেকে শুভলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সুবলং চ্যানেল সুইমিং’-এর সাঁতার প্রতিযোগিতা।শনিবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার...