কক্সবাজারে ‘শিশু আইন, ২০১৩ঃ সংশয়, বিভ্রান্তি ও অসংগতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) শহরের জেলা ও দায়রা জজ আদালতের হল রুমে আইন কমিশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের সদস্য অধ্যাপক নাইমা হক।
সেমিনারে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, ২ ও ৩ এর বিচারকগণ, বান্দরবান ও খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকগণ, কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন আদালতের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও ওসি’রা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা শিশু আইনের বিভিন্ন দিক, এর বাস্তবায়ন প্রক্রিয়া, বিভ্রান্তি ও অসংগতি নিরসনে মতামত তুলে ধরেন।
আর এইচ/