চট্টগ্রামের আনোয়ারায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডাক বাংলো হাউজিং সোসাইটির উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিল ও নাতে মোস্তাফা (সা.) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনোয়ারা সদর ডাক বাংলো হাউজিং সোসাইটির মাঠে এ মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুফতি কাজী শাকের আহমেদ চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছুরুত বিবি চৌধুরানী জামে মসজিদের খতিব ক্বারী ফেরদৌসুল আলম খাঁন । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আলম ।
মাহফিলে নাতে মোস্তাফা (সা.) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আলী জিন্নাহ। এছাড়া উপস্থিত ছিলেন ডাক বাংলো হাউজিং সোসাইটির সভাপতি মোঃ রবিন, সাধারণ সম্পাদক মোঃ নয়ন এবং অর্থ সম্পাদক সাইদুর রহমান রনি প্রমুখ।
আর এইচ/