লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন , রাষ্ট্র পরিচালনা করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা থাকতে হয়। এখন ইউনুস সাহেব দেশ চালাচ্ছে না, তিনি এখন শুধু হাসে আর পোয়া (ছেলে) পড়াচ্ছেন। আমরা কি খাচ্ছি, দেশে কি হচ্ছে তিনি তা বলতে পারেন না। এটি হচ্ছে একটি আল্লাহর গজব। দেশে প্রথম গজব হচ্ছে হাসিনা, দ্বিতীয় গজব এখন অন্তর্বর্তী সরকার।
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট হক টাওয়ার চত্বরে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কর্ণেল অলি বলেন, বাংলাদেশের এখন সমস্যা হচ্ছে কেউ কাউকে মানে না। ঘরে ঘরে রাজা, ঘরে ঘরে প্রজা। হাসিনা ও তাঁর নেতারা যদি চুরি, ডাকাতি ও দেশের টাকা বিদেশে পাচার না করত তাহলে দেশের অবস্থা এমন হতো না। হাসিনা আমার কথা না শুনে দেশে আগুন দিয়ে পালিয়ে গেছে। দেশে জিনিস পত্রের দাম বেড়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তা হয়েছে শুধু শেখ হাসিনার কারণে।
কর্ণেল অলি নিজেকে বাংলাদেশে ওয়ান পিস দাবি করে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ আমিই পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেছি। স্বাধীনতার ঘোষণা করার জন্য কালুরঘাট বেতার কেন্দ্রে জিয়াউর রহমানকে আমিই নিয়ে গিয়েছিলাম। বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সর্বপ্রথম ফেনী থেকে মিরসরাই পর্যন্ত সাব সেক্টর আমিই বানিয়েছিলাম। নিজে দায়িত্ব নিয়ে অনেক সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেছি। যেগুলোর রেকর্ড আমার কাছে সংরক্ষিত রয়েছে। যার কারণে ১৯৭১ সালের জুলাই-আগস্ট মাসে আমি খেতাব পাই। বাকি সেনারা পায় ১৯৭২ সালের মার্চে। দেশের ইতিহাসে কেউ এমপি- মন্ত্রী হওয়ার পর পিএইচডি ডিগ্রি অর্জন করেনি, আমিই দেশে প্রথম সেই ডিগ্রি অর্জন করেছি, তাই আপনাদের সন্তান ও ভাই কর্ণেল অলি বাংলাদেশে ওয়ান পিস।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, বিশেষ বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম. এয়াকুব আলী ও উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির সভাপতি হোসেন উদ্দিন আহমদ ভুট্টোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এজিএম শাহ্জাহান, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন , উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মো. আমিরুজ্জামান, কেঁওচিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, সাধারণ সম্পাদক সুজিত কুমার দাশ, পুরানগড় ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু, সাধারণ সম্পাদক এজেএম জাহাঙ্গীর টিপু, খাগরিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি জাফর আলম, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী মহসিন ও কালিয়াইশ ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমূখ।
আর এইচ/