চট্টগ্রাম নগরীর মাদারবাড়ী এলাকায় ট্রাকচাপায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাদারবাড়ী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন আবুল কালাম আজাদ। তিনি নগরীর দিদার মার্কেট এলাকার দেওয়ান বাজারের মদিনা মসজিদ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, আজাদ এন্টারপ্রাইজ নামে একটি ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহ উদ্ধার করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্তাধীন।
আর এইচ/