সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

চোখের রোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস জরুরি : মেয়র ডা. শাহাদাত 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা থেকে উপকৃত হবে।”

রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অফ চিটাগাং বাতিঘর এর সহযোগিতায় এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ২০৯ জনকে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

চোখের যত্নে নিয়মিত সবজি, ফলমূল, ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণের উপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, “আমরা যদি সচেতন হই এবং জীবনযাত্রায় স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলি তবে দৃষ্টি সমস্যার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।” তিনি সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

মাঝিরঘাট মরহুম নজু মিয়া বাড়ীর সামনে আয়োজিত ক্যাম্পে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপ-কমিটি সদস্য সচিব লায়ন এম এ মুছা বাবলু ও প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলু যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, চট্রগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া, হাজ্বী সালাউদ্দিন, মসিউল আলম স্বপন, লায়ন্স ভাইস জেলা গভর্নর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, লায়ন্স কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন উপ-কমিটি সদস্য সচিব হাজ্বী নুরুল আমিন। আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন (বাচা), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, আলহাজ্ব দানু মিয়া, দেলোয়ার হোসেন(বাচা), আলহাজ্ব সাদেক মোহাম্মদ, হাজ্বী মোহাম্মদ ফরিদ, দিদারুল ইসলাম, সালাউদ্দিন জুয়েল, কামরুল ইসলাম, নুর জাহেদ বাবলু, এড.মাহবুব আলম, আফসার উদ্দিন, হাজ্বী নুরুল ইসলাম, রহমান হাবীব, হারুন-অর-রশিদ, মঞ্জু মিয়া, ইসমাইল, জহির মিয়া, শওকত আলী, মারুফ মির্জা, আবু রাসেল, জিয়াউদ্দিন মুন্না, রেজাউল করিম, আবু রায়হান রবিন, মোহাম্মদ জিতু, মোহাম্মদ আকিব প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলা জোরদার, ৩৩ হাজার মণ্ডপে নিরাপত্তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ ও গাঁজার আসর বসানো...

নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল কারখানার সন্ধান, ফ্যাক্টরি সিলগালা

চট্টগ্রামে পানির ফ্যাক্টরির আড়ালে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল তৈরির...

উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি...

চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিক খুন, ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

চট্টগ্রামের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় চাঁদা না দেওয়ার বিরোধে...

চট্টগ্রামে প্রথমবার চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা”

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি।...

রামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণ 

খাগড়াছড়ি রামগড়ে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০৫১৫...

আরও পড়ুন

নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল কারখানার সন্ধান, ফ্যাক্টরি সিলগালা

চট্টগ্রামে পানির ফ্যাক্টরির আড়ালে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল তৈরির কারখানার সন্ধান মিলেছে।সংশ্লিষ্ট ফ্যাক্টরির নাম ‘সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’, যা বিএসটিআই অনুমোদন ছাড়াই পানির প্রক্রিয়াকরণ...

উজান ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি : খুলে দেওয়া হলো ১৬টি জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি আবারো হু-হু করে বেড়ে যাওয়ায় রাঙামাটির নিম্নাঞ্চলগুলোতে চরম দূর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় অর্ধলাখ পরিবার প্রভাবিত...

চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিক খুন, ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

চট্টগ্রামের বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় চাঁদা না দেওয়ার বিরোধে শাহজাহান মিয়া ওরফে সাজন মিয়া (৪৭) নামে এক গ্যারেজ মালিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।...

চট্টগ্রামে প্রথমবার চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা”

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ২ নম্বর গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য...