শনিবার, ৩ মে ২০২৫

শ্রমিকের উন্নয়ন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের উন্নয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে একটি রোডম্যাপ বাস্তবায়ন ও শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি। যার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি সমন্বিত জাতীয় পরিকল্পনাও রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’— প্রতিপাদ্যে এবারের মে দিবস উদযাপন করা হচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম কাজ হওয়া উচিত, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত করণীয়গুলো বাস্তবায়ন শুরু করা। এরপর ধাপে ধাপে প্রতিটি সুপারিশ কার্যকর করতে হবে।’

তিনি বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।’

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এ দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে, তাদেরসহ দেশের সব মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, প্রযুক্তি– প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম। আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এ বছর মহান মে দিবসের পাশাপাশি একইসঙ্গে আমরা ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫’ পালন করছি। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকদের অধিকারই নয়, এটি শিল্প ও অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত। একইসঙ্গে শ্রমিকের জীবনমান উন্নয়ন ও কল্যাণ পুরো শিল্প খাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয়।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর পাঠানো একটি ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী আর নেই

দেশের শীর্ষ আলেম, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া...

খ্রিষ্টান এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখা গঠন

খ্রিষ্টান এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি...

গুণীজনদের আর্দশ অনুসরণ করলে সমাজ ও দেশের কল্যাণ হয়: আবু তাহের

বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আবু...

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রেস সচিব

চট্টগ্রাম বন্দরকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী...

আওয়ামী লীগ প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে:মোস্তাক খান

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন...

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে হাফছা নামের চার বছর বয়সী...

আরও পড়ুন

লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় গামছা পেঁছিয়ে জয়নব বেগম (৬০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। পুলিশ বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে।বৃহস্পতিবার (পহেলা মে) সন্ধ্যা...

সাতকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম (২৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে উপজেলার...

করিডর বিষয়ে সিদ্ধান্ত সংসদ থেকেই আসতে হবে: তারেক রহমান

রাখাইন রাজ্যে মানবিক সহায়তার জন্য বাংলাদেশে করিডর ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত সংসদ থেকে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,...

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদের দমদমিয়া এলাকা থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।আজ বৃহস্পতিবার (১ মে) সকালে তাদের ধরে...