চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৫ বালকদের জন্য বিশেষ ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম। জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই কার্যক্রম।
আগামী ২৭ এপ্রিল, সকাল ৯টায় চট্টগ্রামের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ হালিশহরে হবে এই কার্যক্রমের উন্মুক্ত ট্রায়েল। জেলার বিভিন্ন এলাকা থেকে আগ্রহী খেলোয়াড়রা অংশ নিতে পারবেন এতে। ট্রায়েলের মাধ্যমে বাছাই করা হবে ৩০ জন প্রতিভাবান কিশোর ফুটবলার, যাঁরা পরবর্তী সময়ে বিশেষ প্রশিক্ষণ পাবেন।
ট্রায়েলে অংশ নিতে খেলোয়াড়দের সঙ্গে আনতে হবে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি,পিএসসি বা জেএসসির মূল প্রবেশপত্র, ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ড।
ট্রায়েলের দিন অর্থাৎ ২৭ এপ্রিল ২০২৫ তারিখে খেলোয়াড়দের বয়স অনূর্ধ্ব-১৫ হতে হবে।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে জেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাঁদের দক্ষতা বাড়ানো ও ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে ট্রায়েলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সকল আগ্রহী খেলোয়াড়দের প্রতি।
উন্মুক্ত এই ট্রায়েলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের যাতায়াত বা অন্য কোনো ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।