বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ফেসবুকে ভাইরাল ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ঢাকা। চট্টগ্রামনিউজ.কম

নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ১০ এপ্রিল বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। খবর বাংলানিউজের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় বিউটিশিয়ান হিসাবে কাজ করে বসবাস করে আসছিলেন শারমিন সুলতানা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি মেকআপের কাজসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের শিশু ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন।

সম্প্রতি গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা রীতিমতো ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে শারমিন শিলা তার ছোট্ট মেয়ের মুখে চাপ দিয়ে জোর করে হাঁ করিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশুসন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার ‘একাই একশ’ নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনদিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শিশু আইনের ৭০ ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (আজ) তাকে আদালতে পাঠানো হবে।

তার দুই সন্তান এখন কার তত্ত্বাবধানে থাকবে প্রশ্নে তিনি বলেন, তার শিশুসন্তানদের বিষয়ে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমার জানা নাই। আমরা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে আদালতে পাঠালে আদালত সিদ্ধান্ত নেবে মা ছাড়া তার সন্তানরা কোথায় থাকবে।

প্রসঙ্গত, আশুলিয়ার বাইপাইল এলাকায় ‘ক্রিম আপা বিউটি পার্লার’ নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার রয়েছে। এছাড়া তিনি ক্রিম তৈরি, ব্যবহারের পদ্ধতিসহ নানা ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে থাকেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দেশের...

সাতকানিয়ায় বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা! স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ সন্তানকে একাধিকবার ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার...

লবণের ন্যায্য মূল্য দাবিতে চট্টগ্রামে ছাত্র জনতার মানববন্ধন

দক্ষিণ চট্টগ্রামের লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত ও লবণ শিল্প...

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, ৭ নাবিক উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।...

র‍্যাবের অভিযানে আনোয়ারার হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে পৃথক দুটি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করেছে র‍্যাপিড...

সীতাকুণ্ডে রডবোঝাই ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রডবোঝাই ট্রাকচাপায় মো. সোলাইমান (৩৩) নামে রয়েল...

আরও পড়ুন

সাতকানিয়ায় বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা! স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ সন্তানকে একাধিকবার ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার অপরাধে মোহাম্মদ আলী (৪০) নামে এক নরপিশাচ বাবাকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।লোকমুখে খবর ও সামাজিক...

সন্দ্বীপ চ্যানেলে বাল্কহেড ডুবি, ৭ নাবিক উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে নৌযানটিতে থাকা ৭ নাবিককে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে...

র‍্যাবের অভিযানে আনোয়ারার হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে পৃথক দুটি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। এরমধ্যে একজন গ্রেপ্তার এড়াতে সিলেটে আত্মগোপনে চলে যান। আরেকজন লুকিয়ে ছিলেন চট্টগ্রামে।...

সীতাকুণ্ডে রডবোঝাই ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রডবোঝাই ট্রাকচাপায় মো. সোলাইমান (৩৩) নামে রয়েল সিমেন্ট কারখানার এক প্রকৌশলী নিহত হয়েছেন।নিহত সোলাইমান ভাটিয়ারির উত্তর বাজার যমুনা ব্যাংক সংলগ্ন এলাকার নজির...