বুধবার, ২ এপ্রিল ২০২৫

‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সংস্কার জরুরি’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ গণহত্যা, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি করেছে। এর বিপরীতে জুলাই বিপ্লবে শত শত ছাত্র-জনতা তাদের প্রাণের বিনিময়ে এই ঘুণে ধরা রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমিকে সঠিক পথে পরিচালনার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করার এখনই সুবর্ণ সুযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান, আগামীতে যাতে আর কোনো ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে, সেজন্য যুগান্তকারী পদক্ষেপ নিন। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য সংস্কার জরুরি, এজন্য দেশের মানুষ মুখিয়ে আছেন। 

তিনি আজ (শনিবার) বিকালে সাতকানিয়া-লোহাগাড়ার বিশিষ্টজন ও এলাকাবাসীর সম্মানে তাঁর পৈত্রিক নিবাস সাতকানিয়া সদর ইউনিয়নের বাহাদীরপাড়া মসজিদ মাঠে ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মাওলানা শামসুল ইসলাম আরও বলেন,  বিগত ১৬-১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হত্যা, গুম, ফাঁসিতে ঝুলিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘর তৈরি করে মানুষকে সীমাহীন অত্যাচার নির্যাতন করেছেন। জনরোষের কারণে শেখ হাসিনা ও তাঁর দলের নেতা-কর্মীরা দেশ ছাড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুনছি তারা নাকি আবার দেশে ফিরতে চাই। দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। দেশে এসে রাজনীতি করার আর সুযোগ পাবে না।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাবেক ছাত্রনেতা তারেক হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির প্রফেসর ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন ও লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.ইব্রাহীম চৌধুরী,  চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান, সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুস সোবহান, দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমির শাহ আলম,  সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুল হক, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আ ক ম হামিদুল হক, কাঞ্চনা ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহের, চরতি ইউনিয়ন আমীর মোহাম্মদ হাসেম, মাদার্শা আমীর  এ কে এম আবু মুছা, ছদাহা আমীর মাওলানা ফৌজুল কবির, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা এড.জসিম উদ্দিন সরকার, ছদাহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন জিহাদী, আইবিডব্লিউএফ দক্ষিণ জেলা শাখার অর্থ সম্পাদক কাজী মুহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা আইনজীবী শাখার সেক্রেটারি এড.মো.সাইফুদ্দিন, ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামী পেশাজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন, আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক, প্রফেসর রশিদ আহমদ ও শিক্ষক নেতা রাশেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে মানববন্ধনে হামলা: আহত ১০

ফটিকছড়ির  বাগান বাজার ইউনিয়নে কৃষক দেলোয়ার হত্যার বিচার দাবিতে...

সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর আহত, টাকা ও মোবাইল লুট

সাতকানিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে...

চান্দগাঁও ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে...

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয় সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘সম্প্রতি নিউইয়র্ক...

লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে আরও তিনজন মারা...

লোহাগাড়ায় ফের দুর্ঘটনা, এবার বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি...

আরও পড়ুন

জনগণকে সাথে নিয়ে জলাবদ্ধতা নিরসনে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা রাখবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর...

রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে

রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়। একটি অপরটিকে...

খাগড়াছড়িতে নিহত ছাত্রদল নেতার পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত সাহাজ উদ্দিন সাজুর পরিবারের...

বিএনপির দুপক্ষে সংঘর্ষের আশঙ্কা, মিরসরাইয়ে ১৪৪ ধারা জারি

মিরসরাই উপজেলায় বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭...