শনিবার, ২৯ মার্চ ২০২৫

চট্টগ্রামের দুই পাহাড়ে আগুন 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস সংলগ্ন পাহাড়ে ও লালখানবাজার এলাকার টাংকির পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনও টাংকির পাহাড়ে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার রাত নয়টার দিকে লালখানবাজার এলাকার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

লালখান বাজার এলাকার বাসিন্দা নুরুজ্জামান খান বলেন, টাংকির পাহাড়ে রয়েছে ঘনবসতি। সেখানে বেশ কয়েকটি বেড়ার ও সেমিপাকা ঘর রয়েছে। কোনো একটা ঘরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। দিগ্‌বিদিক ছুটতে থাকেন স্থানীয় লোকজন। তবে কয়টি ঘর পুড়েছে, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, আজ সোমবার রাত নয়টার দিকে লালখান বাজারের পাহাড়ে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন নেভাতে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত কেউ এতে হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কোনো হতাহত নেই।

এর আগে আজ সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রাবাসের পেছনে পাহাড়ে আগুন লাগে। প্রধান ছাত্রাবাস লাগোয়া এই আগুন দেখে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাহাড়ের গাছপালা ও ঝরে পড়া পাতায় এই আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা আগুন লাগার সংবাদ পায়। এরপর ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের দুটি গাড়ি আগুন নেভাতে অংশ নেয়।

চন্দনপুরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা নুরুল হুদা জানান, মরা পাতা ও গাছে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটজাতীয় কিছু থেকে এটা হতে পারে। আগুন ছাত্রাবাস পর্যন্ত আসতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে আজ বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কেইপিজেডের ভেতরে দেয়াঙ পাহাড়ের একটি টিলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বিকেল পাঁচটার সময় আগুন লাগে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের শান্তির জন্য দরকার আল্লাহর কোরআনের আইন ও রাসূল(সঃ) এর আদর্শ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলার...

যেকোনো সময় ঘটতে পারে বড় মাত্রার ভূমিকম্প

সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ছোট...

আ. লীগকে নিষিদ্ধ করতে সবাইকে মিলে কাজ করতে হবে: উমামা ফাতেমা

জুলাইয়ের শহীদ পরিবার, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাহিত্যিকদের সম্মানে...

মাত্র একটি ভিডিও চার ঘণ্টার মধ্যে মা-মেয়ের মিলন ঘটিয়ে দিল

প্রায় আড়াই বছর আগে ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যায়...

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা ঘোষণা

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা...

সেইফটি ট্যাংকে মিলল বাবার লাশ, ছেলে সাথে ছিলো পারিবারিক কোলাহল

পটিয়ায় নিজ বাড়ির সেইফটি ট্যাংক থেকে নুরুল হক (৫০)...

আরও পড়ুন

আ. লীগকে নিষিদ্ধ করতে সবাইকে মিলে কাজ করতে হবে: উমামা ফাতেমা

জুলাইয়ের শহীদ পরিবার, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (২৮ মার্চ) বনজৌর রেস্টুরেন্টে   এ...

মাত্র একটি ভিডিও চার ঘণ্টার মধ্যে মা-মেয়ের মিলন ঘটিয়ে দিল

প্রায় আড়াই বছর আগে ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যায় ১৮ বছরের ফারজানা নামে এক কিশোরী। হারানোর এক সপ্তাহ পর নারায়নগঞ্জের ড্রেন থেকে একজন নারীর...

সেইফটি ট্যাংকে মিলল বাবার লাশ, ছেলে সাথে ছিলো পারিবারিক কোলাহল

পটিয়ায় নিজ বাড়ির সেইফটি ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ২৮ মার্চ ) বিকেল ৪ টায় ।...

বান্দরবানে সড়ক নির্মাণ কাজে নয়-ছয়ের অভিযোগ 

বান্দরবানের রোয়াংছড়ির ছাইঙ্গ্যা এলাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের গ্রামীন সড়ক অবকাঠামো উন্নয়নের প্রায় কোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আর এইসব অনিয়মের...