মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

চারতলা ভবন লিখে নিতে বৃদ্ধ পিতাকে ১৩ দিন বেঁধে রেখে ‘নির্যাতন’

স্টাফ করেসপন্ডেন্ট

বাবা-দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনিই হলেন বাবা।

সে বৃদ্ধ পিতা খুইল্ল্যা মিয়াকে ভবন লিখে নেওয়ার জন্য বড় দুই ছেলে খাটের সঙ্গে বেঁধে ১৩ দিন যাবৎ  ‘নির্যাতন’ চালানোর ঘটনা ঘটেছে । এমনই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে নগরের পশ্চিম বাকলিয়ার শান্তিনগর নিরাপদ হাউজিংয়ে ।

এই ঘটনা জানাজানি হলে শনিবার রাতে দুই ছেলে আবদুল আওয়াল ও আবদুর রহিমকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ । এ ঘটনায় মামলা না হওয়ায় ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, আবদুল ও রহিম দুই ভাই তাদের বৃদ্ধ বাবা খুইল্ল্যা মিয়াকে ১৩ দিন ধরে খাটের উপর হাত–পা রশি দিয়ে চারদিকে বেঁধে রেখে নির্যাতন করেন। বিষয়টি পাশের ভবনের একজন দেখে ফেললে জানাজানি হয়। পরে শনিবার রাতে ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা খুইল্ল্যা মিয়া নগরে বাড়ি করেছেন। দীর্ঘদিন প্রবাসেও ছিলেন তিনি। তিন ছেলে ও তিন মেয়ের জনক। খুইল্ল্যা মিয়ার তিন ছেলের মধ্যে ছোট ছেলের বয়স নয় বছর। বাকি দুজনের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। নিরাপদ হাউজিংয়ে চার কাঠা জমিতে খুইল্ল্যা মিয়ার চারতলা একটি ভবন আছে। ভবনটি লিখে নেওয়ার জন্য বড় দুই ছেলে তাকে খাটের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করেছেন বলে ধারণা স্থানীয়দের।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন,চারতলা ভবনের দ্বিতীয় তলায় থাকে খুইল্ল্যা মিয়ার পরিবার। খুইল্ল্যা মিয়া প্রতিদিন বাসা থেকে বের হয়ে মসজিদে যেতেন। বেশ কিছুদিন ধরে তাকে না দেখে এলাকাবাসীর কৌতূহল জাগে তিনি কোথায় । পাশের আরেকটি ভবনের বাসিন্দারা তাকে খাটে হাত–পা বাঁধা অবস্থায় দেখতে পান। সেটি পরে বিভিন্নজনের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় তাকে চার হাত–পা নাইলনের রশি দিয়ে টানা দিয়ে বেঁধে রাখা অবস্থায় দেখা যায়।

বাকলিয়া থানার ওসি আরো বলেন , অসুস্থ খুইল্ল্যা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তার দুই সন্তানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা না হওয়ায় ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা ব্যক্তি সাথে সোমবার দুপুরে কথা হয়েছে সুস্থ হলে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।

চট্টগ্রাম নিউজ/ আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে ৩ বছরের শিশুকে অপহরণ, থামছে না বাবার কান্না 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তিন বছরের এক শিশুকে...

কর্ণফুলীতে রাস্তার ওপর গরু জবাই করে বিরিয়ানি বিক্রি, জরিমানা

কর্ণফুলীতে রাস্তা ও ফুটপাত দখল করে গরু জবাই করে...

আমি খারাপ না, এই দুনিয়ায় না থাকলে চলবে

কক্সবাজারের চকরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার...

লোহাগাড়ায় ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ইউএনও'র অভিযানে ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা...

ধর্ষণ-নিপীড়ন: আনোয়ারায় ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির...

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সন্দ্বীপে ছাত্রদলের মানববন্ধন 

নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির...

আরও পড়ুন

লোহাগাড়ায় ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ইউএনও'র অভিযানে ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ মার্চ সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ স্টেশনের দরবেশহাট রোড ,দরবেশহাট বাজার ও থানা...

সংকট তৈরি করতে মজুদ : ডিলারের গুদামে মিললো সাড়ে ৬হাজার লিটার তেল

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে এম এম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের গুদামে মিলেছে মজুদ করে রাখা প্রায় ৬ হাজার ৭শ’ লিটার সয়াবিন তেল।সোমবার (১০ মার্চ) সকালে চান্দগাঁও...

হাটহাজারীতে  রেস্টুরেন্টের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে কর্মচারীর মৃত্যু

হাটহাজারীতে মো.আনোয়ার হোসেন প্রকাশ রাফি (১৮) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে পৌরসভার বাস স্টেশন এলাকায় আল আকসা হোটেল এন্ড...

শিগগিরই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হবে: আলী রীয়াজ

শিগগিরই নির্বাচন নিয়ে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী...