বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

রমাজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে

বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত, মায়ানমার কিংবা পাকিস্তান যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশি, আমদানি খরচও তুলনামূলকভাবে কম। সে জন্য রপ্তানি করতে আগ্রহী প্রতিবেশি দেশগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার চট্টগ্রামের নির্মাণাধীন পতেঙ্গা সাইলোর সার্বিক কার্যক্রম অগ্রগতি এবং বন্দরে পণ্য খালাস কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, আজকে চট্টগ্রামে নির্মাণাধীন পতেঙ্গা সাইলোর সার্বিক কার্যক্রম এবং বন্দরে পণ্য খালাস কার্যক্রম পরিদর্শন করেছি। পতেঙ্গা প্রায় ১ লাখ ১৪ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমাত সম্পন্ন সাইলো নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। যার নির্মাণ কাজ আগামী জুনে শেষ করার কথা রয়েছে। সামনে বর্ষা, বৃষ্টিতে সাইলো নির্মাণের কাজে নানা চ্যালেঞ্জও রয়েছে। সবদিক বিবেচনা করে কিভাবে সাইলো নির্মানের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। সাইলোর নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রমে খাদ্য সংরক্ষণের সক্ষমতা বহুগুণে রেড়ে যাবে।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে সে প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা আরো বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বাংলাদেশ দুর্যোগ কবলিত দেশ। এবারের আমন মৌসুমে অকাল বন্যা খাদ্য উৎপানকে মারত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে। সে চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা মূলত অভ্যন্তরীণ ফসল উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিচ্ছি। সে জন্য সরকারিভাবে বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম অব্যাহত রেখেছি।

বিভিন্ন দেশ থেকে চাল আমদানি অব্যাহত থাকলেও দেশীয় বাজারে চালের দাম কমছে না এ প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, চালের দাম একদম কমছে না তা সঠিক নয়। দেশে মোটা চালের দাম প্রায় ৫ টাকা কমেছে। এ বছর বিভিন্ন দেশ থেকে সরকারিভাবে প্রায় ৮ থেকে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক দেশ থেকে চালে দেশে এসেছে। কিছু কিছু দেশ থেকে আমাদানি কার্যক্রম চলমান আছে। আশা করছি চালের দাম ক্রমান্বয়ে কমে আসবে।

বিশ্বের বিভিন্ন দেশের চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য এক ধরনের হুমকির মধ্যদিয়ে যাচ্ছে এ বাস্তবতায় আগামী রমজানে দ্রব্যমূল্যের উপর কোন প্রভাব পড়বে কিনা এ প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার আরো বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় দেশের প্রায় ৫০ লাখ খেটে খাওয়া মানুষকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। প্রতি কেজি চালের দাম ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রমাজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আমার প্রত্যাশা।

এস/ডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

আনোয়ারা উপজেলায় জুঁইদন্ডী ইউনিয়নে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে বসতঘর পুড়ে...

স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধির আহ্বান মেয়র শাহাদাত হোসেনের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "স্বাস্থ্যখাতে...

হাটহাজারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন শিমুল

 হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হয়েছেন ক্লাবের যুগ্ম...

অতিরিক্ত মূল্যে তেল বিক্রি: চসিকের অভিযানে ১৩ দোকানদারকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার আরও ৪১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আরও ৪১ জনকে...

‘পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে’

সাতকানিয়ায় পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও...

আরও পড়ুন

আইসিজে মামলায় গাম্বিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই  নৃশংসতাকে গণহত্যা...

বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের: মামলার পর গ্রেপ্তার ৩ 

‘‘বড় ভাই মানে, বাবার দ্বিতীয় ছায়া।’’ বাবার অনুপস্থিতিতে যিনি গড়ে তুলেন পরিবারকে। সেই বড় ভাইয়ের হাতে টিউবওয়েলের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে খুন...

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসবেন। প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী...

ইপিজেডে পরকীয়ার জেরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় পরকীয়ার জের ধরে মো. আইয়ুব নবী সাগর (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে অপর বন্ধু সিজান (২৫)।ঘটনাটি ঘটেছে...