সোমবার, ১৯ মে ২০২৫

২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল

উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ :

পহেলা জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)এই মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে এবং সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি মেলার নানা আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এছাড়াও, মেলার উদ্বোধনের পূর্বে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও উবার এর মধ্যে যাত্রী পরিবহনে বিশেষ ছাড় দিতে একটি এমওইউ স্বাক্ষরিত হয়। পরে বাণিজ্য উপদেষ্টা মেলায় প্রবেশের জন্য ই-টিকেটিং অ্যাপস এর উদ্বোধন করেন।

এ বছরের মেলায় প্রথমবারের মতো অনলাইন স্টল/প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ এবং ই-টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। মেলার আয়োজকরা জানিয়েছেন, মেলায় আসা দর্শনার্থীরা সহজেই আগাম টিকেট কিনতে পারবেন, যা প্রবেশের জন্য আরও সুবিধাজনক হবে। এছাড়া, মেলায় যাতায়াতের জন্য বিশেষ ছাড়ে উবার সার্ভিস এবং বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস যুক্ত হয়েছে।

মেলায় দর্শনার্থীদের জন্য আরও কিছু নতুন আয়োজন রাখা হয়েছে, যেমন ইয়ুথ প্যাভিলিয়ন যেখানে তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে প্রদর্শনী করা হবে। একইভাবে, জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর তৈরি করা হয়েছে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে।

মেলায় বিদেশী উদ্যোক্তা/প্রতিষ্ঠানদের জন্য আলাদা সোর্সিং কর্ণার, ইলেকট্রনিক্স এবং ফার্নিচার জোন থাকবে। এছাড়া, টেকনোলজি কর্ণার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্ণার, এবং শিশুদের জন্য শিশু পার্কও থাকবে।

প্রতিবছরের মতো এবারের মেলায় ৩৬১টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে, যেখানে দেশীয় ও বিদেশী প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন এবং বিক্রি করবে। প্রদর্শিত পণ্যগুলোর মধ্যে থাকবে বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স, ইলেকট্রিক্যাল পণ্য, ফার্নিচার, চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস সহ আরও নানা পণ্য। এবারের মেলায় ৭টি দেশ থেকে ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া।

মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র‍্যাব, এবং গোয়েন্দা সংস্থা নিয়োজিত থাকবে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি, এবং টহল দল থাকবে।

এছাড়া, মেলার প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। থাকবে পর্যাপ্ত টয়লেট এবং খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ করা হবে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালিত হবে।

মেলায় দর্শনার্থীদের জন্য ফ্রি প্রাথমিক চিকিৎসা, পার্কিং সুবিধা (৫০০ গাড়ি ধারণক্ষম), কন্ট্রোল রুম এবং তথ্য কেন্দ্র থাকবে।

মেলার সময়সূচী: মেলাটি ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে মাসব্যাপী, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত)।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ডাকাত রুবেলের বাড়িতে আরও মিলল ৩০ লাখ টাকা

বান্দরবানরে লামা থানা পুলিশ কক্সবাজার জেলার চকরিয়া সাহারবিল এলাকায়...

২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

 জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনএসি) আজ পরিবহন ও যোগাযোগ খাতে...

স্থলবন্দর দিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞায় ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন: উপদেষ্টা

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ সাত...

রাউজানে ৯টি গরু ছিনতাই, পুলিশের অভিযানে ৮টি গরু উদ্ধার

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান...

২০২৫-২৬ অর্থবছরের  বাজেট বাস্তবসম্মত ও শৃঙ্খলাপূর্ণ: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে...

রাস্তা পার হতে গিয়ে সড়কে শিশুর মৃত্যু

সাতকানিয়ায় রাস্তা পার হতে গিয়ে পূরবী বাসের ধাক্কায় পাঁচ...

আরও পড়ুন

স্থলবন্দর দিয়ে বাণিজ্য নিষেধাজ্ঞায় ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন: উপদেষ্টা

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ সাত ধরনের পণ্য আমদানিতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাতে ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করেছেন...

২০২৫-২৬ অর্থবছরের  বাজেট বাস্তবসম্মত ও শৃঙ্খলাপূর্ণ: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থনৈতিক শৃঙ্খলা পুনরুত্থানের দিকে লক্ষ রাখা হচ্ছে। তিনি বলেছেন, ‘এটি দায়িত্বজ্ঞানহীন বাজেট নয়। এবারের বাজেট...

অতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন...

সীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া এলাকার সাগরে নিখোঁজ হওয়া সিফাতের (১৭) লাশ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।আজ (১৮ মে) সকাল আনুমান ১০ টার দিকে...