কর্ণফুলীতে অবস্থিত এস আলম গ্রুপের দুইটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়।
বন্ধ কারখানা হলো- কর্ণফুলীর ইছানগর এলাকায় অবস্থিত এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডা. লি. (SARSIL) এবং কালোলারপোল এলাকায় অবস্থিত এস. আলম পাওয়ার প্লান্ট লি. (SAPPL)।
নোটিশে উল্লেখ করা হয়, অনিবার্যকারণবশত আগামীকাল বুধবার ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা দুইটি বন্ধ থাকবে। এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কারখানা পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নোটিশের মাধ্যমে জানানো হবে।
এদিকে কারখানা দুটি বন্ধ ঘোষণা পরপরই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বলে খবর পাওয়া গেছে।