নতুন বাংলাদেশে নতুন বিপিএল। এবারের আসরজুড়ে জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া থাকবে সেটি আগে থেকেই জানা। তবে গত আসরগুলো থেকে এবারের আসর যে বেশ জাঁকজমকপূর্ণ হবে সেটি কাজে-কর্মে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসর শুরুর প্রায় সপ্তাহখানেক আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের।
সোমবার মিরপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অনেকে। অনুষ্ঠানের শুরুতেই জুলাই অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরেন আসিফ মাহমুদ। এমনকি এই আসরের সবটাজুড়েই রয়েছে জুলাইয়ের স্মৃতিকথা। থিম সং, মাসকট, গ্রাফিতিসহ নানা আয়োজনেই রয়েছে অভ্যুত্থানের ছোঁয়া।
অনুষ্ঠানে উপস্থিত আসিফ মাহমুদ সংক্ষিপ্ত বক্তব্যে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন। এসময় অভিনব সব উদ্যোগে বিপিএলকে নতুন করে সাজিয়ে তোলার কথা বলেন তিনি, ‘একটা দীর্ঘ লড়াইয়ের পর আজকের এই বাংলাদেশে আছি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে প্রতিটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
এবারের বিপিএলের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে সরকার। এমনকি সরাসরি জড়িয়ে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেসব মনে করিয়ে দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এবারের বিপিএলে থিম সং, মাসকটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলা উপভোগ্য করতে বিসিবি অনেক কাজ করছে। এই উদ্যোগে প্রধান উপদেষ্টাও (মুহাম্মদ ইউনূস) সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএল নতুন বাংলাদেশে একটি নতুন বিপিএল হিসেবে সবার কাছে উপভোগ্য হবে।’
তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেন বিতর্ক ছাড়তেই পারছে না। সেই বিতর্ক ছুঁয়ে গেছে আসন্ন আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও। ‘বিপিএল মিউজিক ফেস্ট’ নামের এই অনুষ্ঠানে দেশি অনেক গায়কের সঙ্গে গাইতে এসেছেন পাকিস্তানের বিখ্যাত রাহাত ফাতেহ আলী খান। তবে অনুষ্ঠানের শুরুতেই সাউন্ড সিস্টেম নিয়ে সমালোচনার ঝড় ওঠে কনসার্ট দেখতে আসা দর্শকদের মাঝে। তবে সেটি ঠিক করারও উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। বিপিএল উদ্বোধন শেষে গান পরিবেশন করেন সঞ্জয়, জেফার ও মুজা। রাত ৯টার দিকে গান গাইতে আসেন রাহাত ফাতেহ আলী খান।
উদ্বোধনী অনুষ্ঠান যেমনই হোক, এসব আয়োজনের পাশাপাশি মাঠের ক্রিকেটটাও উপভোগ্য দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আজকে (সোমবার) মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবার বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেক ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করব। আমি সবচেয়ে বেশি আশা করব তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’