দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,০৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিভাগীয় ভিত্তিতে ভর্তি রোগীর সংখ্যা
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে নতুন ভর্তিকৃত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ২৮০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাড়পত্র পেয়েছেন ১১০৪ জন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১,১০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৭৬,৬৩৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১,০৬৮ জন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ৪২১ জন।
গত বছরের তুলনায় পরিস্থিতি
২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সে বছর মোট ৩,২১,১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন।
ডেঙ্গুর ক্রমবর্ধমান এই পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকার এবং ব্যক্তিগত ও পরিবেশগত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।