বাহরাইন টেনিস ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘২০২৪ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ টেনিস দল আজ ঢাকা ত্যাগ করেছে। ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা বাহরাইনের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এবারের ডেভিস কাপে বাংলাদেশসহ ১৫টি দেশ অংশগ্রহণ করছে। স্বাগতিক বাহরাইন ছাড়াও দলগুলোর মধ্যে রয়েছে ভূটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তূর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন।
প্রতিযোগিতার প্রথম ধাপে অংশগ্রহণকারী দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবীন পদ্ধতিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল পরবর্তী ধাপে উন্নীত হবে। চূড়ান্ত খেলায় বিজয়ী দুটি দল ২০২৫ সালের ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রুপ-৪ এ উন্নীত হবে।
বাংলাদেশ টেনিস দল:
জারিফ আবরার – সেনানিবাস অফিসার্স ক্লাব, ঢাকা
মো: হানিফ মুন্না – জাতীয় টেনিস কমপ্লেক্স
মোহাম্মদ রুস্তম আলী – আমেরিকান ক্লাব, ঢাকা
মো: দ্বীন ইসলাম – ইন্টারন্যাশনাল ক্লাব, ঢাকা
ক্যাপ্টেন: মো: আলমগীর হোসেন – জাতীয় টেনিস কমপ্লেক্স
বাংলাদেশ টেনিস ফেডারেশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, খেলোয়াড়রা তাদের সেরা পারফর্মেন্স প্রদর্শন করবেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের সুনাম বৃদ্ধি করবেন।
ডেভিস কাপের প্রতি বাংলাদেশের প্রত্যাশা
ডেভিস কাপ টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলীয় প্রতিযোগিতা। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ দল তাদের দক্ষতা ও মনোবল দিয়ে প্রতিযোগিতায় উজ্জ্বল পারফর্মেন্স করার লক্ষ্য নিয়ে খেলবে।