পেশাদার যন্ত্র শিল্পীদের সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার দ্বি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫ টায় সদরঘাটস্থ জুঁই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনোজ কুমার সরকার।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি সংকলন বড়ুয়ার সঞ্চালনায় এসময় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সংগঠনের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক ত্রিদিব দাশ ছোটন।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অশোক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হিল্লোল রায়, সাবেক সভাপতি প্রবীর দত্ত সাজু।
সভায় নতুন আহবায়ক কমিটি গঠন করে পরবর্তী নির্বাচন সুষ্ঠু ভাবে করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।