গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 28 April 2024

শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

চট্টগ্রাম নিউজ ডটকম:

হাতে হাতে নানা রঙের ফুল। কণ্ঠে বিষাদমাখা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আজ বুধবার সারাদেশের মতো চট্টগ্রামের বিভিন্ন জেলা, উপজেলায় একুশে প্রথম প্রহর থেকে গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করল ভাষাশহীদদের। আমাদের জেলা, উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবর বিস্তারিত :

চন্দনাইশ প্রতিনিধি জানান, মায়ের ভাষা বাংলার মর্যাদার জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সকালে উপজেলা সদরের কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস‍্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। উপজেলা (ইউআরসি) কর্মকর্তা আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস‍্য আবু আহমেদ চৌধুরী জুনু, দক্ষিন জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী সঞ্চিতা বড়ুয়া, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম এ মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, আজিজুর রহমান আরজু,পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মো.লোকমান হাকিম, আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা মো.জাহিদুর রহমান চৌধুরী,সম্রাট চৌধুরী, সাজ্জাদ হোসেন, নিশান প্রমুখ।

কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  ও  মহান শহীদ দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে ২১ ফ্রেব্রুয়ারি  রাত ১২টা ১ মিনিটে কাপ্তাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ , মুক্তিযোদ্ধা, শিক্ষক, পিডিবি, উপজেলা শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, স্কাউটস, বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কমপ্লেক্স , ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,  সহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এদিকে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে  উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন,  সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা  , কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার এবং  সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

বিলাইছড়ি প্রতিনিধি জানান,মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে মধ্যরাত ১২ টা ১ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতা – নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, উপজেলা কৃষি সম্প্রারণ অফিসার মিতুচন্দ্র পাল, বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন ,উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহ প্রায় দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ।

বক্তারা বলেন, পৃথিবীতে অনেক ভাষা রয়েছে। বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতির দেওয়ার মধ্যে দিয়ে পৃথিবীর সকল জাতির বা সম্প্রদায়ে ভাষা সুরক্ষা ও স্বীকৃতির কথা উল্লেখ করা হয়েছে। তাই দক্ষ শিক্ষক দিয়ে বাংলা ভাষার পাশাপাশি দেশের অন্যান্য সম্প্রদায়ের বা জনগোষ্ঠীর স্ব- স্ব মাতৃভাষা চালু করার আহ্বান জানান।

কক্সবাজারের  ঈদগাঁও প্রতিনিধি জানান,কক্সবাজারের ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আজ (একুশে ফেব্রুয়ারী) চিত্রাংকন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

এতে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ সুভ রঞ্জন চাকমা, ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা। স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন।

এদিকে একুশের প্রথম প্রহরে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি সংস্থা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। ঘন্টা ব্যাপী চলেছে পুষ্প স্তবক অর্পণ কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার নেতৃত্বে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।শ্রদ্ধা জ্ঞাপনকারী সংগঠন গুলোর মধ্যে রয়েছে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি পরিবার, ঈদগাঁও থানা, বনবিভাগ, স্বাস্থ্য বিভাগ, আনসার বাহিনী, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের ব্যক্তিবর্গ।

অন্যদিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক একুশে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়। একুশ উদযাপন মূল কমিটি এবং চারটি হাউজের হাউজ শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্প স্তবক প্রদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ও ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মিরসরাইয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

মিরসরাইয়ে হিটস্ট্রোকে জাহাঙ্গীর আলম (৫৩) নামের এক বৃদ্ধের মৃত্যু...

বোয়ালখালীতে হিট স্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোকে বোয়ালখালী উপজেলার...

উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও...

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মাসে নিহত ২৬,আহত ৫৯

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। মহাসড়ক,...

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে রাঙামাটির  কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা...

নতুন করে ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের তীব্রতায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা...

আরও পড়ুন

বোয়ালখালীতে হিট স্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোকে বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) মৃত্যু হয়েছে।আজ রবিবার...

উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।রবিবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার কুতুপালং...

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মাসে নিহত ২৬,আহত ৫৯

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। মহাসড়ক, আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে সড়ক দুর্ঘটনায় দু’মাসে নারী-শিশুসহ ২৬ জন নিহত ও ৫৯ জন আহত...

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে রাঙামাটির  কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।রবিবার  (২৮ এপ্রিল ) সকাল ১০ টা হতে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা অফিসার্স...