গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Friday, 3 May 2024

নতুন বই পেয়ে আনন্দে ভাসল শিশুরা

ডেক্স নিউজ

শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশের মত চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। সে অনুযায়ী আজ সোমবারও বছরের প্রথম দিনে চট্টগ্রাম , কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়েছে।

জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

আনোয়ারা উপজেলা: বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী উপস্থিত থেকে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ছরোয়ার হোসাইন এর সঞ্চালনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব আবদুর রহমান ভূঁইয়া ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য,বিটন চন্দ্র দেব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশিদ , পিটিএ সভাপতি এনামুল হক এনাম, অসীম কান্তি বড়ুয়া,মোঃ আলী আব্বাস উপস্থিত ছিলেন।

ঈদগাঁও(কক্সবাজার):

কক্সবাজারের ঈদগাঁওতে নতুন পাঠ্যপুস্তক প্রদান উপলক্ষে সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের পদচারণা বাড়তে থাকে। বাদ যায়নি অভিভাবক মহলও। একই দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বর্ণাঢ্য পরিসরে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বই প্রদানের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। এ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় বই উৎসবে অতিথিদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আজিম, প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, সমাজসেবক শাহীন জাহান চৌধুরী, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য নুরুল আমিন।

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জবরুত খাঁন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আজিম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, এস এম সি সভাপতি শাহীন জাহান চৌধুরী, প্রধান শিক্ষক মঞ্জুর আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা জসীম উদ্দীন, পরিচালনা পর্ষদ সদস্য রফিকুল ইসলাম রফিক। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন ঈদগাহ মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ ইউসুফ আলী, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাহাব উদ্দিন, সিনিয়র শিক্ষক মিনুননাহার বেগম সহ সংশ্লিষ্টরা।

পটিয়া উপজেলা : পটিয়া অঙ্কুর স্কুল এন্ড কলেজে প্রতিবছরের ন্যায় পহেলা জানুয়ারি ছাত্র-ছাত্রীদের মাঝে সরকার প্রদত্ত নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সাংবাদিক শিবুকান্তি দাশ। তিনি বলেন,পড়ালেখার পাশাপাশি শিক্ষাথীদেরকে লেখাধুলারও সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ থাকাও জরুরী।

আজ সোমবার সকালে পটিয়া পৌরসদর রামকৃষ্ণ মিশন রোডস্থ “অঙ্কুর স্কুল এন্ড কলেজে বইউৎসব উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,প্রধান শিক্ষক অনারারী ক্যাপ্টেন হাজী মোঃ আব্দুল গফুর( অবঃসেনাকর্মকর্তা) । এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষিকাশামীমা আক্তার, মুমু বড়ুয়া,ববি বড়ুয়া বৈশাখী,চম্পা চক্রবর্তী, অর্পিতা চক্রবর্ত্তী, সুরাইয়া আক্তার,লিজা আক্তার,হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে শিবুকান্তি দাশ বলেন,আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্য। তাদেরকে মেধা মননে গড়ে তুলতে হবে। ক্লাসের পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল বই পড়তে দিতে হবে।

এদিকে আজ সোমবার একই সময়ে পটিয়া মুন্সেফ বাজার সংলগ্ন মেরিট সান স্কুলেও বই উৎসব পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক মো ঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সাংবাদিক শিবুকান্তি দাশ। বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক স্বপ্না বিশ্বাস, তানজিনা সুলতানা, আফিয়া ইবনাত রাইসা ,সায়মা নুর নওরিন, ফাহমিদা সুলতানা ,সানজিদা ইসলাম ,তানবীরা আক্তার, সাবরিনা সুলতানা ।

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি ):- নতুন বছর নতুন দিন,নতুন বইয়ে হোক রঙিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলাতে নতুন পেয়ে খুবই উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা। প্রশাসনের সহযোগিতায় শিক্ষা অফিসের আয়োজনে বিলাইছড়ি উপজেলায় স্ব স্ব সরকারি – বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়, রাইংখ্যং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (জনপ্রতিনিধি ও কর্মকর্তারা ভাগ হয়ে) বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, সহকারী শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও জন প্রতিনিধি সুনীল কান্তি দেওয়ান ও আতুমং মার্মা এবং বিদ্যালয় কমিটি ও শিক্ষক অভিভাবকরা।

সর্বশেষ

নির্বাচনে প্রভাব দেখালে কাউকে ছাড় নয়: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, মন্ত্রী, এমপি, সরকারি...

চন্দনাইশে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ২৯ মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের...

সাগর উপকূলীয় গুলিয়াখালী সৈকতের ধারে ‘সবুজ চুড়ি আন্দোলনের ২৫’শ তালগাছ রোপন 

সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালীতে 'সবুজ চুড়ি আন্দোলন'র উদ্যোগে ২৫'শ তালগাছের...

উপজেলা নির্বাচন নিয়ে এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে এমপিরা যাতে হস্তক্ষেপ না করেন সেজন্য তাদের...

অপতথ্য রোধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ কাজ করতে পারে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অপতথ্য...

খাগড়াছড়ি তিন উপজেলায় প্রতীক পেলেন যারা

ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের পার্বত্য জেলা খাগড়াছড়ির...

আরও পড়ুন

নির্বাচনে প্রভাব দেখালে কাউকে ছাড় নয়: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা যেই হোক, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।...

চন্দনাইশে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ২৯ মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দানের শেষ দিনে চট্টগ্রামের চন্দনাইশে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এ উপজেলায়...

সাগর উপকূলীয় গুলিয়াখালী সৈকতের ধারে ‘সবুজ চুড়ি আন্দোলনের ২৫’শ তালগাছ রোপন 

সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালীতে 'সবুজ চুড়ি আন্দোলন'র উদ্যোগে ২৫'শ তালগাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।বৃহস্পতিবার...

অপতথ্য রোধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ কাজ করতে পারে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অপতথ্য রোধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে।তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর...